কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড। সেই দলে রয়েছেন কেন উইলিয়ামসন। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পর এই প্রথম এক দিনের দলে ডাক পেলেন তিনি। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে এক দিনের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল নিউ জ়িল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে এই দুই দল।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড একই গ্রুপে রয়েছে। রবিবার সেই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড। ৩৪ বছরের উইলিয়ামসনকে ফিরিয়ে দলের ব্যাটিংকে শক্তিশালী করল তারা। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপে তিনি ছিলেন অধিনায়ক। কিন্তু গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলেননি উইলিয়ামসন। শুধু তিনি নন, ২০২৩ সালের বিশ্বকাপের পর ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসনও প্রথম বার এক দিনের দলে ডাক পেলেন।
নিউ জ়িল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। দলের প্রধান স্পিনার তিনি। প্রয়োজনে ব্যাটও করতে পারেন। নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা। করাচিতে হবে সেই ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতে হবে সেই ম্যাচ। ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডকে খেলতে হবে দুবাইয়ে। সেই ম্যাচ ২ মার্চ।
নিউ জ়িল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, নাথান স্মিথ, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইলিয়াম ও’রুর্ক, ম্যাট হেনরি এবং মাইকেল ব্রেসওয়েল।