Hyderabad

আমেরিকায় এক ভারতীয়কে কুপিয়ে খুন, সে দেশে যেতে চেয়ে স্ত্রীর আর্জি

গত ১০ বছর ধরে জর্জিয়াতে থাকতেন আরিফ। সেখানে একটি দোকান চালাতেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৮:১৯
Share:

মহম্মদ আরিফ মহিউদ্দিন।

আমেরিকায় কুপিয়ে খুন করা হল এক ভারতীয়কে। ঘটনাটি রবিবারের। মৃতের নাম মহম্মদ আরিফ মহিউদ্দিন।

গত ১০ বছর ধরে জর্জিয়াতে থাকতেন আরিফ। সেখানে একটি দোকান চালাতেন তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার এক দল অজ্ঞাতপরিচয় ব্যক্তি আরিফের উপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে খুন করে হামলাকারীরা। সিসিটিভি ফুটেজ থেকে ওই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরিফের স্ত্রী ফতিমা জানান, ওই দিন সকাল ৯টা নাগাদ আরিফের সঙ্গে কথা হয়েছিল তাঁর। আরিফ তাঁকে জানিয়েছিল আধ ঘণ্টার মধ্যেই ফোন করবে। কিন্তু পরে এক আত্মীয়ের কাছ থেকে ফতিমা জানতে পারেন আরিফকে খুন করা হয়েছে।

ফতিমা জানান, আরিফের দেহ জর্জিয়ার একটা হাসপাতালে রাখা আছে। সেখানে আত্মীয়স্বজন বলতে কেউ নেই। তিনি বলেন, “সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমেরিকীয় যাওয়ার ব্যবস্থা করে দিন যাতে আরিফের শেষকৃত্য সম্পন্ন করতে পারি।”

তেলঙ্গানার মজলিস বাঁচাও তেহরিক-এর মুখপাত্র উল্লা খান আরিফের পরিবারের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকায় ভারতীয় দূতাবাসে চিঠি লিখে পরিবারটিকে সহযোগিতা করার আর্জি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement