হাইতি-র প্রেসিডেন্ট।
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সে। তাঁর ব্যক্তিগত বাসভবনেই প্রেসিডেন্টের উপর হামলা চালানো হয় বলে সে দেশের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে।
এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রী মার্টিন মোয়সেও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোশেফ। কারা এই হামলা চালাল তার তদন্ত শুরু হয়েছে। কেনই বা হামলা চালাল তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
প্রধানমন্ত্রী জোসেফ এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, ‘এটা একটা অমানবিক এবং বর্বরোচিত কাজ।’ হাইতির ন্যাশনাল পুলিশ এবং তদন্তকারী সংস্থা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। প্রেসিডেন্টের খুনের ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। হামলকারীদের গ্রেফতারের দাবিতে নানা দেশের নানা প্রান্ত থেকে আওয়াজ উঠেছে।