ছবি সৌজন্যে নাসা
দৈত্যাকার রক্তচক্ষু না কি রাতের আঁধারে ফুটে থাকা কোনও অতিকায় বনফুল! যা-ই মনে হোক না কেন ছবি দেখলে চোখ আটকে থাকবে। বিস্ময়ের ঘোর কাটতে চাইবে না। যেমন কাটছে না নাসার বিজ্ঞানীদের। স্পিৎজার স্পেস টেলিস্কোপের পাঠানো এই ছবিতে চোখ আটকে রয়েছে তাঁদের। ৭০০ আলোকবর্ষ দূরে হেলিক্স নেবুলায় ইনফ্রারেড বিকিরণের ফলে এই ছবি তৈরি হয়েছে।
ছবিটি দেখে নাসার গবেষকরা মনে করছেন সূর্যের মতো কোনও নক্ষত্র বিবর্তনের একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে। একটি সাদা কেন্দ্রীয় অতিকায় বস্তুর চারপাশে ধুলো ও গ্যাসের আবরণ তৈরি হয়েছে যার ব্যাস অন্তত দুই আলোকবর্ষ।
ছবির মাঝের অংশটি লাল কেন? নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাজাগতিক ধুলোর কারণে ছবির মাঝের অংশটি লাল। আরও ভাল করে জানতে গবেষণা চালাচ্ছেন নাসার বিজ্ঞানীরা।