Ghost in King Charles III Coronation

রাজার অভিষেকে ভূতুড়ে কীর্তি! গির্জার দরজার সামনেই ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য

গির্জার ভিতরে যখন প্যারেড করে এগিয়ে আসছেন রাজার পার্ষদেরা, ঠিক তখনই দরজা দিয়ে দেখা গেল ছায়ামূর্তিকে। তাঁর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো রঙের হুডে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১১:৩৭
Share:

ঘটনাস্থল ওয়েস্টমিনস্টার অ্যাবে বলেই মনে হয়। যেখানে গত ৬ মে বসেছিল চার্লসের রাজ্যাভিষেকের আসর। ফাইল চিত্র

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেকে এক আজব ঘটনা ঘটেছে! লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বসেছিল রাজার সিংহাসনে অভিষেকের আসর। ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে এক ছায়া মূর্তির আচমকাই আবির্ভাব হচ্ছে সেই আসরে।

Advertisement

ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে সেটি দেখে ঘটনাস্থল ওয়েস্টমিনস্টার অ্যাবে বলেই মনে হয়। উপস্থিত অতিথিদের দেখা যাচ্ছে ক্যামেরায়। ক্যামেরাটি বসানো রয়েছে গির্জার উঁচু কোনও এলাকায়। যেখান থেকে পাখির চোখে গোটাটা দেখা যাবে। দৃশ্যমান লাল কার্পেট। এমনকি, কার্পেটের প্রান্তে গির্জার দরজাও। গির্জার ভিতরে যখন প্যারেড করে এগিয়ে আসছেন রাজার পার্ষদেরা, ঠিক তখনই দরজা দিয়ে দেখা গেল ছায়ামূর্তিকে। তাঁর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো রঙের হুডে। হাতে একটা লম্বা লাঠির মাথায় কাস্তের মতো কিছু একটা বস্তু। গির্জার দরজার সামনে দিয়ে চোখের পলকে হেঁটে বেরিয়ে যায় ছায়ামূর্তিটি।

এই ভিডিয়ো হাজার হাজার মানুষ শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। সবারই প্রশ্ন এক— ছায়ামূর্তিটি কার? একি মানুষ নাকি অন্য কিছু!

Advertisement

কাস্তে হাতে এমনই একটি মূর্তি খ্রিস্টান ধর্মে ‘দ্য গ্রিম রিপার’ নামে পরিচিত। গ্রিম রিপার আসলে বাংলা পুরাণের যমদূতেরই সংস্করণ। যাঁর শরীর বলতে কঙ্কাল। আর হাতে অস্ত্র বলতে ওই লম্বা লাঠিতে জোড়া কাস্তে। ও ভাবেই মৃত মানুষের আত্মা ফিরিয়ে নিয়ে যেতে আসে ‘দ্য গ্রিম রিপার’। অন্তত এমনই বিশ্বাস করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, তবে রাজা চার্লসের অভিষেকে যমদূতও এসেছিল নাকি?

যদিও রাজ পরিবারের ভক্তদের কারও কারও মতে, যমদূত নয়, আসলে চার্লসের প্রাক্তন স্ত্রী ডায়না এসেছিলেন প্রতিশোধ নিতে। অনেকে আবার ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এই সেই ছায়ামূর্তি। ছবি : টুইটার থেকে।

এই ভিডিয়ো হাজার হাজার মানুষ শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। সবারই প্রশ্ন এক— ছায়ামূর্তিটি কার? একি মানুষ নাকি অন্য কিছু!

কাস্তে হাতে এমনই একটি মূর্তি খ্রিস্টান ধর্মে ‘দ্য গ্রিম রিপার’ নামে পরিচিত। গ্রিম রিপারে আসলে বাংলা পুরাণের যমদূতেরই সংস্করণ। যাঁর শরীর বলতে কঙ্কাল। আর হাতে অস্ত্র বলতে ওই লম্বা লাঠিতে জোড়া কাস্তে। ও ভাবেই মৃত মানুষের আত্মা ফিরিয়ে নিয়ে যেতে আসে ‘দ্য গ্রিম রিপার’। অন্তত এমনই বিশ্বাস করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, তবে রাজা চার্লসের অভিষেকে যমদূতও এসেছিল নাকি?

যদিও রাজ পরিবারের ভক্তদের কারও কারও মতে, যমদূত নয়, আসলে চার্লসের প্রাক্তন স্ত্রী ডায়না এসেছিলেন প্রতিশোধ নিতে। অনেকে আবার ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement