গত ২৬ ফেব্রুয়ারি তাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে দু’ফুটের এই অদ্ভুত সাপটিকে একটি জলাশয়ে দেখতে পান এক ব্যক্তি।
সেই রোমশ সাপ।
পৃথিবীতে হাজারো প্রজাতির সাপ রয়েছে। কিন্তু সম্প্রতি এমন একটি সাপের খোঁজ মিলেছে যার সঙ্গে আর পাঁচটা সাপের কোনও মিলই নেই। এই সাপ যে সে সাপ নয়। এ হল রোমশ সাপ!
হ্যাঁ, ঠিকই শুনছেন। রোমশ সাপ। আর এই বৈশিষ্ট্যই এই সাপকে অন্যান্য সাপের থেকে আলাদা করেছে। গত ২৬ ফেব্রুয়ারি তাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে দু’ফুটের এই অদ্ভুত সাপটিকে একটি জলাশয়ে দেখতে পান এক ব্যক্তি।
প্রথমে বুঝতেই পারেননি যে এটা কোনও সাপ। কেননা, সাপের গোটা শরীরটাই সবুজ রঙের রোমে ঢাকা। ওই ব্যক্তি সাপটিকে বাড়িতে নিয়ে আসেন। একটি পাত্রে রাখেন। তার পর বন্যপ্রাণ বিশেষজ্ঞদের খবর দেন।
তবে অনেকের দাবি, এটি সাধারণ সাপই। দীর্ঘ দিন ধরে শ্যাওলাভর্তি জলাশয়ে থাকার কারণে সাপের গায়েও ওই শ্যাওলা ধরে গিয়েছে। আর তার জেরেই এ রকম অদ্ভুত দেখতে লাগছে সাপটিকে।