ইজ়রায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ। —ফাইল চিত্র।
ডান পা ভেঙে গিয়েছিল। তাই ইজ়রায়েলের ট্রাইব অফ নোভা সঙ্গীতানুষ্ঠানের টিকিট এক জনকে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানের দিন কয়েক আগে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তরুণী। শোনেন, সব বন্ধুরা সেখানে যাচ্ছেন। তাই আবার একটা টিকিট কিনেছিলেন কারাঁ জুর্নো। ভেবেছিলেন দারুণ আনন্দ হবে। কিন্তু সেই আনন্দের দাম যে এ ভাবে চোকাতে হবে, ভাবতেও পারেননি তিনি। অনুষ্ঠানে নিধনযজ্ঞ চালিয়েছিল হামাস। প্রাণ গিয়েছিল ইজ়রায়েলি-ফরাসি তরুণীর। পরিবারকে পাঠানো তাঁর শেষ বার্তা এ বার প্রকাশ্যে।
২৪ বছরের কারাঁ বিমানবন্দরে চাকরি করতেন। ঘুরে বেড়াতে দারুণ ভালবাসতেন। সেই রাতে অনুষ্ঠানে যাওয়ার আগে কালো পোশাক পরা একটি ছবি দিয়েছিলেন তিনি। আঙুল দিয়ে দেখিয়েছিলেন ‘ভি’। মুখে-চোখে ছিল উচ্ছ্বাস। অনুষ্ঠানের ভিডিয়োতে যা ধরা পড়েছিল। হাত-পা নেড়ে নাচছিলেন তরুণী। এর পরেই সেই অনুষ্ঠানে ধ্বংসলীলা চালায় হামাস। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সময় একটি গাড়ির পিছনে আশ্রয় নিয়েছিলেন কারাঁ। সঙ্গে এক বন্ধু। চোখে-মুখে আতঙ্ক। এর পর তাঁদের আর জীবিত দেখা যায়নি। কয়েক ঘণ্টা পরের ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের দরজা খোলা। ভিতরে পড়ে রয়েছে কারাঁর নিথর দেহ।
কারাঁর বাবা দোরোঁ জুর্নো জানিয়েছেন, শনিবার রাত ৮টা ৪৩ নাগাদ একটি মেসেজ করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘‘গোটা পরিবারকে বলতে চাই, আমি তোমাদের খুব ভালবাসি। আর আমি বাড়ি ফিরতে পারব না।’’ সেই শেষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয়েছে কারাঁর।