MS Dhoni

ধোনির বাড়িতে বেআইনি কার্যকলাপ, তদন্ত শুরু করল ঝাড়খন্ড সরকার, কী করেছেন মাহি?

হঠাৎই বিপদে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ঝাড়খন্ডে তাঁর একটি বাড়ি নিয়ে তদন্ত শুরু করেছে হাউসিং বোর্ড। তাদের দাবি, ধোনির ওই বাড়িতে বেআইনি ভাবে একটি ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:০২
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

হঠাৎই বিপদে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ঝাড়খন্ডে তাঁর একটি বাড়ি নিয়ে তদন্ত শুরু করেছে হাউজ়িং বোর্ড। তাদের দাবি, ধোনির ওই বাড়িতে বেআইনি ভাবে একটি ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে। সরকারের নিয়ম অনুযায়ী এই কাজ অবৈধ। তাই ধোনির বাড়ি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

রাঁচীর হরমু রোডে ধোনির একটি বাড়ি রয়েছে। সেখানে অবশ্য এখন তিনি থাকেন না। আগে থাকতেন। ওখান থেকে চলে যাওয়ার পর ধোনির সেই বাড়িটিকে এখন বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে। সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে। আবাস যোগ্য বাড়িতে বাণিজ্যিক কোনও কাজকর্ম করা যায় না। ঝাড়খন্ড হাউজ়িং বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, সরকারের তরফে যখন কাউকে আবাসযোগ্য জমি দেওয়া হয়, তখন শুধুমাত্র থাকার জন্যই সেটি ব্যবহার করা যায়। অন্য কোনও কাজে লাগানো যায় না।

ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ধোনিকে হরমু রোডে থাকার জন্য একটি সরকারি জমি দিয়েছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। প্রায় ১০ হাজার বর্গফিট এলাকায় বাড়িও বানিয়েছিলেন ধোনি। পরে তিনি সিমালিয়ার রিং রোডে চলে যান। পুরনো বাড়িতে গড়ে ওঠে একটি ডায়াগনস্টিক সেন্টার। সেই বাড়িটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

ধোনিকে কেন সেই জমি দেওয়া হয়েছিল এবং ঠিক কী অনিয়ম করা হয়েছে সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। যদিও কোনও অবৈধ কাজ হয় তা হলে সরকারের তরফে শাস্তি দেওয়া হতে পারে। ঘটনাচক্রে, হরমু রোডে বিজেপির একটি পার্টি অফিসও রয়েছে। সেখানেও নোটিস পাঠিয়েছে হাউজ়িং বোর্ড। দু’টি ক্ষেত্রেই তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement