Fire

ঢাকার হাসপাতালে করোনা ইউনিটে আগুন, দগ্ধ হয়ে মৃত ৫

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মূল ভবনের বাইরে শর্টসার্কিট থেকে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২০ ২৩:৪২
Share:

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন।—নিজস্ব চিত্র।

ঢাকার তারকা হাসপাতাল হিসেবে পরিচিত ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন ৫ জন। বুধবার এই বেসরকারি হাসপাতালের উঠোনে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে।

Advertisement

হাসপাতালে কর্মরত ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানিয়েছেন, “রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।”

ঢাকার ফায়ার সার্ভিসের সূত্রে আরো জানা যাচ্ছে, নীচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

আরও পড়ুন: লকডাউনের মধ্যে প্রায় এক দশক পরে দেখা দিল এই লুপ্তপ্রায় ‘ভয়ঙ্কর’ চতুষ্পদ

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মূল ভবনের বাইরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৫ জন।

আরও পড়ুন: তপ্ত ভারত-চিন সীমান্ত, মধ্যস্থতা করতে চেয়ে টুইট ডোনাল্ড ট্রাম্পের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement