ফের উত্তপ্ত হংকং। ছবি: রয়টার্স।
মাঝে কয়েক দিন শান্ত থাকার পরে ফের উত্তপ্ত হংকং। রবিবার তিয়েন ওয়ানে জমায়েত হল দশ হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে তাড়া করে। একটা সময়ে বাঁশ ও লাঠি নিয়ে তাঁরা পুলিশকে ঘিরে ধরলে তিন পুলিশকর্মীকে বন্দুক তাক করতে দেখা গিয়েছে। পরিস্থিতির অবনতি হলে গুলিও চলে বলেও জানা গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠেছে। প্রতিবাদীদের হটাতে এত দিন কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করা হলেও আজ পুলিশকে জলকামানও ব্যবহার করতে দেখা গিয়েছে। হংকংয়ের রাস্তায় এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে জনতা। আজ বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে আরও সংযত হওয়ার দাবিতে এডিনবরা প্লেসে মিছিল করলেন পুলিশকর্মীদের পরিবারের সদস্যেরা। সঙ্গে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তারা। আবার পুলিশ অফিসারদের যে ভাবে বিক্ষোভ সামলানোর ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তারও প্রতিবাদ জানান তাঁদের পরিবারের সদস্যদের কেউ কেউ। এই মিছিলে অস্বস্তিতে পুলিশ অ্যাসোসিয়েশন।