Lord Meghnad Desai

দল ছাড়লেন লর্ড দেশাই

৪৯ বছর নেতৃত্বে থেকে কেন এই সিদ্ধান্ত? দেশাইয়ের অভিযোগ, জাতিবিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন লেবার নেতৃত্ব।

Advertisement

  সংবাদ  সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৫:২৩
Share:

লর্ড মেঘনাদ দেশাই

দলের সাধারণ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন লেবার পার্টির নেতা লর্ড মেঘনাদ দেশাই। ভারতীয় বংশোদ্ভূত এই অর্থনীতিবিদ ও লেখকের বয়স এখন ৮০। শুক্রবার দেশাই জানান, বৃহস্পতিবার দলের সদস্য পদ ছেড়ে দিয়েছেন তিনি। ৪৯ বছর নেতৃত্বে থেকে কেন এই সিদ্ধান্ত? দেশাইয়ের অভিযোগ, জাতিবিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন লেবার নেতৃত্ব। হাউস অব কমন্সে দলের হুইপ অমান্য করার পরেও জেমস করবিনকে যে ভাবে মাত্র ১৯ দিন সাসপেনশনের পরে ফিরিয়ে নেওয়া হয়েছে, তা মানা যায় না। দেশাই বলেন, “অপরাধের জন্য ক্ষমাটুকুও চাননি করবিন। কিন্তু নেতৃত্ব তাঁকে ফিরিয়ে নিলেন। দলে জাতিবিদ্বেষ বাসা বেঁধেছে। ইহুদি এমপি-দের প্রকাশ্যে হেনস্থা হতে হচ্ছে। ট্রোলের শিকার হতে হচ্ছে মহিলা সদস্যদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement