অর্থনীতির হাল খুব খারাপ: অভিজিৎ

জাতীয় নমুনা সমীক্ষার সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান বলছে, শহর এবং গ্রামাঞ্চলে গড় বিক্রিবাটার হার কমেছে। অভিজিতের মতে, ‘‘অনেক অনেক অনেক অনেক বছর পরে এমন হল। এটা সত্যিই উদ্বেগের চিহ্ন।’’

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০২:০৬
Share:

নোবেলজয়ী অভিজিত্ বন্দ্যোপাধ্যায়।

সদ্য নোবেল পেয়েছেন অর্থনীতিতে। সোমবার তার পরেই এসেছিলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক সাংবাদিক বৈঠকে। স্বাভাবিক ভাবেই উঠল ভারতীয় অর্থনীতির প্রসঙ্গ। এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনও রকম রাখঢাক না করেই বলে দিলেন, ‘‘আমার মতে (ভারতের) অর্থনীতির হাল এখন খুব খারাপ।’’

Advertisement

জাতীয় নমুনা সমীক্ষার সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান বলছে, শহর এবং গ্রামাঞ্চলে গড় বিক্রিবাটার হার কমেছে। অভিজিতের মতে, ‘‘অনেক অনেক অনেক অনেক বছর পরে এমন হল। এটা সত্যিই উদ্বেগের চিহ্ন।’’

পরিসংখ্যান নিয়ে টানাপড়েন ভারতে নতুন নয়। অভিজিৎ বলেন, ‘‘অস্বস্তিকর সব পরিসংখ্যানকেই সরকার ভুল বলে থাকে। তা সত্ত্বেও, আমার মনে হয়, কোথাও যে একটা ভুল হচ্ছে সরকারও সেটা বুঝতে পারছে। অর্থনীতির গতি খুব দ্রুত শ্লথ হচ্ছে।’’ তাঁর মতে, চাহিদার অভাবই এখন অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা।

Advertisement

অবশ্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে ঠিক কী করা দরকার সেটা তাঁর জানা নেই বলেই কবুল করছেন অভিজিৎ। তিনি বলেন, ‘‘সরকারের রাজকোষ ঘাটতি বিপুল। তবু তারা সকলকে খুশি করার জন্য চেষ্টা করছে আর তার পরেও ভান করছে যে, বাজেটে ঘোষিত ঘাটতির লক্ষ্যমাত্রা ধরে রাখা যাবে।’’ তাঁর মতে, ‘‘শুনতে ভাল লাগে বা রাজনৈতিক ফায়দা আছে এমন প্রকল্প ঘোষণার প্রবণতা ভারতে দীর্ঘদিনের। কিন্তু সরকারের উচিত এমন প্রকল্প ঘোষণা করা, যা সত্যি সত্যিই কাজে আসবে। শুধু কার্যকর হচ্ছে বলে মনে হওয়াতে আটকে থাকবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement