ধন্যি মেয়ে: দু’হাত ছড়ানো সেই চেনা ভঙ্গি। বিশ্বকাপ ফুটবল জেতার পরে নিউ ইয়র্কে বিজয় মিছিলে মার্কিন মহিলা দলের ক্যাপ্টেন মেগান র্যাপিনো। সঙ্গে সতীর্থরা। বুধবার। রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বার্তার মাধ্যমে আদতে দেশবাসীর মধ্যে বৈষম্য তৈরি করছেন। প্রেসিডেন্ট হিসেবে প্রত্যেক মার্কিন নাগরিকের প্রতিই তাঁর সমান যত্নশীল হওয়া উচিত। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের উদ্দেশ্যে এ কথাই বললেন মার্কিন মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন মেগান র্যাপিনো।
মেগানের নেতৃত্বে মহিলা ফুটবলে সদ্য বিশ্বকাপ জিতেছে আমেরিকা। একাধিক ব্যঙ্গ-শ্লেষের পরে আনুষ্ঠানিক ভাবে দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন ট্রাম্প। মেগান ফের সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে বলেছেন, ‘‘আমি যাচ্ছি না। দলের সকলের সঙ্গে কথা বলে জেনেছি, ওঁরাও যেতে আগ্রহী নন।’’ মেগান বলেন, ‘‘সেজেগুজে হোয়াইট হাউসে দাঁড়িয়ে থাকার কোনও মানে হয় না। তার বদলে ওয়াশিংটনে বহু মানুষ আছেন, যাঁদের সঙ্গে কথা বললে ওঁদের জীবনে অর্থবহ পরিবর্তন আসতে পারে।’’ মেগানের কথায়, ‘‘এত খেটেখুটে যে মঞ্চ আমরা তৈরি করেছি, যা কিছুর জন্য আমরা লড়ছি এবং যে ভাবে আমরা আমাদের জীবনটা বাঁচছি—দলের কোনও সদস্যই চাইবে না এই প্রশাসন তাকে নষ্ট করে দিক।’’
প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকাকে আরও একবার ‘সকল দেশের সেরা’ বানানোর স্বপ্ন দেখিয়েছেন ট্রাম্প। মেগান বলেন, ‘‘আমেরিকাকে হৃতগৌরব ফিরিয়ে দেওয়ার যে স্লোগান ট্রাম্প তুলেছেন, মনে রাখতে হবে সেই আমেরিকাও সকলের জন্য দারুণ জায়গা ছিল না। হয়তো কিছু লোকের জন্য স্বর্গ ছিল, এখনও কিছু মানুষের জন্যই তা সুন্দর। কিন্তু বিশ্বের সমস্ত মার্কিনদের জন্য দেশটা এখনও মহান নয়।’’ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব মনে করিয়ে দিয়ে মেগান বলেছেন, ‘‘এই দেশের প্রধান হিসেবে আপনার প্রভূত দায়িত্ব রয়েছে। প্রত্যেকের ভালর জন্য আপনাকে ভাবতে হবে।’’
সাক্ষাৎকার চলাকালীন মেগানকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্পকে কী বার্তা দিতে চান তিনি। সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বিদ্রোহী মেয়ের উত্তর, ‘‘আপনার বার্তা বিভেদ তৈরি করছে। আপনি আমাকে বাদ দিচ্ছেন, যারা আমার মতো তাদেরকেও বাদ দিচ্ছেন। আপনি বর্ণ ভেদ করছেন। আপনি সেই সব মার্কিনদেরও বাদ দিচ্ছেন যাঁরা হয়তো আপনাকেই সমর্থন করত।’’
তবে হোয়াইট হাউসে না গেলেও সেনেটে ডেমোক্র্যাটদের আমন্ত্রণ গ্রহণ করেছেন মেগানরা। ডেমোক্র্যাট নেত্রী অ্যালেকজ়ান্দ্রিয়া ওকাসিয়া কর্তেজ, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, সেনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারের সঙ্গে তিনি দেখা করতে আগ্রহী বলেই জানিয়েছেন মেগান।