মানুষের কাটা মাথা নিয়ে কুকুরটিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন স্থানীয়রা। প্রতীকী ছবি।
রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে একটি পথকুকুর। দুই চোয়ালের মাঝে ধরে রেখেছে মানুষের একটি কাটা মাথা। তা থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। ব্যস্ত রাস্তায় এমন একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন পথচারীরা। ওই কাটা মাথা কার? তা নিয়ে তোলপাড় শুরু হতেই ভয়ানক ঘটনা প্রকাশ্যে আসে।
গত বুধবার রাতে মেক্সিকোর মন্টে এস্কোবেডোর ঘটনা। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, অন্ধকার রাস্তা ধরে ছুটছে একটি কুকুর। মুখে একটি মানুষের কাটা মাথা। কুকুরটি একটি নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছিল বলে স্থানীয়দের দাবি। কোথা থেকে মানুষের কাটা মাথা পেল কুকুরটি, তল্লাশি চালাতে গিয়ে একটি এটিএমের কাছে পৌঁছয় পুলিশ। সেখানে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা। এটিএমের সামনে পড়ে রয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহাংশ। তার পাশেই একটি প্ল্যাকার্ডে লেখা, ‘এর পরের মাথাটা তোর।’ সেই প্ল্যাকার্ডের নীচে জ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর স্বাক্ষর করা।
সিজেএনজি পরিচালনা করেন এল মেঞ্চে নামে কুখ্যাত দুষ্কৃতী। মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় রয়েছে মেঞ্চের নাম। তাঁর মাথার দাম এক কোটি ডলার। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি মেঞ্চেরই কাজ। যদিও এই ঘটনার পিছনে অন্য কোনও দুষ্কৃতীদলের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।