USA

ট্রাম্পের হুমকির মুখে হু-র পাশেই ভারত

গত কাল ফ্রান্স এবং জার্মানির নেতৃত্বাধীন আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘অ্যালায়েন্স ফর মাল্টিল্যাটেরালিজম’ একটি ভিডিয়ো সম্মেলনে শামিল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০৪:০৮
Share:

ছবি সংগৃহীত।

মার্কিন হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পাশেই দাঁড়াচ্ছে ভারত।

Advertisement

করোনা সংক্রমণ নিয়ে চিনকে আড়াল করতে বিশ্বকে বিপথে চালিত করার অভিযোগ এনে হু-কে অর্থ দেওয়া বন্ধের কথা ঘোষণা করেছে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, পরোক্ষে আমেরিকার এই সিদ্ধান্তের বিরোধী অবস্থান নিয়েছে ভারত। ফ্রান্স, জার্মানি-সহ মোট যে ২৫টি দেশ হু-কেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের মেরুদণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে, ভারতও তার মধ্যে রয়েছে।

গত কাল ফ্রান্স এবং জার্মানির নেতৃত্বাধীন আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘অ্যালায়েন্স ফর মাল্টিল্যাটেরালিজম’ একটি ভিডিয়ো সম্মেলনে শামিল হয়। এটি কোনও প্রাতিষ্ঠানিক সংগঠন নয় এবং যে কোনও দেশকেই এই মঞ্চে আলোচনার আমন্ত্রণ জানানো যায়। কিন্তু গত কাল আমেরিকাকে সেখানে ডাকা হয়নি। সূত্রের খবর, কোভিড মোকাবিলায় হু-এর মতো আন্তর্জাতিক সংগঠনগুলিকে কী ভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। সেখানে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রী অথবা শীর্ষ কূটনৈতিক কর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব এবং প্রাক্তন মুখপাত্র বিকাশ স্বরূপ। সূত্রের খবর, বৈঠকে ভারতের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, এই আপৎকালীন পরিস্থিতিতে হু-কে আতসকাচের নীচে ফেলা বা আর্থিক ভাবে দুর্বল করার মতো কোনও পদক্ষেপকে নয়াদিল্লি সমর্থন করে না। সত্যিই কোনও দেশকে (চিন) আড়াল করার জন্য বা পক্ষ নেওয়ার জন্য হু কোনও কাজ করেছিল কি না, এই ঝড় কাটলে সেটা খতিয়ে দেখা যেতে পারে।

Advertisement

ফ্রান্স এবং জার্মানি অবশ্য বলেছে, দোষারোপের সময় নয় এটা। রাষ্ট্রপুঞ্জের সংগঠন হু। তাদের পাশে সবার দাঁড়ানো উচিত, যাতে গোটা বিশ্বে করোনা টেস্ট আরও বাড়ে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement