ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওই প্রতিষ্ঠানে মোট চারটি শূন্যপদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সিভিল এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন।
স্নাতকদের ফার্স্ট ক্লাস থাকা বাধ্যতামূলক। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অটোক্যাড, রেভিট, এমএস প্রজেক্ট/প্রাইমাভেরার মতো সফট্অয়্যার ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা প্রয়োজন।
নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক মাসের চুক্তিতে তাঁদের কাজে বহাল রাখা হবে। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া।
আগ্রহীদের অনলাইনে প্রোফাইল তৈরি করে তার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি। তবে, আবেদনকারীদের প্রোফাইল রেজিস্ট্রেশনের সময়ে বিশেষ ভাবে সতর্ক থাকা প্রয়োজন। কারণ এক বার প্রোফাইল তৈরি হওয়ার পরে তাতে কোনও পরিবর্তন করা সম্ভব হবে না। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।