Dementia

বিয়ের কথা ভুলেই গিয়েছিলেন স্বামী, ফের তাঁর সঙ্গেই ঘর বাঁধলেন স্ত্রী

১৮ বছর আগে একটি অনুষ্ঠান চলাকালীন পেশায় জাদুকর বিল ডানকানের সঙ্গে চোখাচোখি হয় অ্যানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৯ ২০:২৫
Share:

দ্বিতীয় বার বিয়ের পর বিল ডানকান ও অ্যান। ছবি: সংগৃহীত।

স্মৃতিভ্রংশ হয়ে বিয়ের কথা ভুলে গিয়েছেন স্বামী। মনে নেই একসঙ্গে কাটানো সুখ-দুঃখের কোনও মুহূর্ত। জীবনের শেষ লগ্নে ফের তাঁর সঙ্গেই বাঁধা পড়লেন স্ত্রী। অঙ্গীকার করলেন বাকি দিনগুলিও একসঙ্গে কাটানোর।

Advertisement

সম্প্রতি উত্তর স্কটল্যান্ডের অ্যাবারডিনে এমনই ঘটনা ঘটেছে। দীর্ঘ এক দশক দাম্পত্যের পর, গত শনিবার সেখানে ফের একে অন্যকে স্বামী-স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন ৭১ বছরের বিল ডানকান এবং ৬৯ বছরের অ্যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ বছর আগে একটি অনুষ্ঠান চলাকালীন পেশায় জাদুকর বিল ডানকানের সঙ্গে চোখাচোখি হয় অ্যানের। ডানকান তখন ৫৩, আর অ্যান ৫১। প্রথম দর্শনেই ভাললাগা, আর সেখান থেকে ভালবাসা। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পর, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিয়ের তিন বছর পরই স্মৃতিভ্রংশের লক্ষণ ধরা পড়ে ডানকানের, ডাক্তারি ভাষায় যাকে বলা হয় ‘ডিমেনশিয়া’।

Advertisement

বিয়েতে কেক কাটছেন বিল ও অ্যান। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন: আমেরিকা-চিনের চেয়ে আর্থিক বৃদ্ধি ভাল, নীতি আয়োগের শঙ্কা উড়িয়ে দাবি অর্থমন্ত্রীর​

সেই শুরু। ধীরে ধীরে ফেলে আসা জীবন ভুলতে শুরু করেন বিল। ডাক্তার দেখিয়ে কোনও লাভ হয়নি। বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কথা বলতেও সমস্যা শুরু হয় তাঁর। সেবা-যত্নে নিবেদিত প্রাণ, স্ত্রী অ্যানকেও চিনতে পারছিলেন না। তাঁকে নিজের প্রেমিকা ভাবতে শুরু করেছিলেন। সেই পরিস্থিতিতেই কিছু দিন আগে বিলকে নিয়ে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন অ্যান। সেখানে আচমকাই তাঁকে বিয়ের প্রস্তাব দেন বিল।

ঝোঁকের মাথায় বিল তাঁকে এমন প্রস্তাব দিচ্ছেন বলে প্রথমে ভেবেছিলেন অ্যান। কিন্তু বাড়ি ফিরেও একই কথা বার বার বলে যাচ্ছিলেন। শেষমেশ আর প্রস্তাব ফেরাতে পারেননি অ্যান। হাতে গোনা কয়েক জন আত্মীয় এবং বন্ধুদের নিয়ে কাজে নেমে পড়েন। মেয়ে অ্যান্ড্রিয়ার পরামর্শে কিনে ফেলেন সাদা গাউনও। তার পর বাড়ির বাগানেই বিয়ের শপথ নেন বিল এবং অ্যান।

আরও পড়ুন: ফ্রান্সের মাটিতে নয়া ভারতের জয়গান নরেন্দ্র মোদীর​

স্থানীয় সংবাদমাধ্যমে অ্যান জানিয়েছেন, প্রথম বিয়ের কথা একেবারেই মনে নেই বিলের। তাই বিয়ের প্রস্তাব গ্রহণ করায় খুব খুশি হয় ও। বিয়ের পর থেকে বিল তাঁর খেয়ালও রাখছেন। এত বছর পর স্বামীর ভালবাসা পেয়ে তিনিও খুশি বলে জানিয়েছেন অ্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement