বন্ধু দেশগুলিকে ভেন্টিলেটর জোগাবে আমেরিকা। ছবি: এএফপি।
নিজেদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সেই অবস্থাতেও বন্ধু দেশগুলিকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করতে প্রস্তুত মার্কিন সরকার। নিজেই সে কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার সংবাদমাধ্যমে ট্রাম্প জানান, দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভেন্টিলেটর–সহ চিকিৎসার যাবতীয় সরঞ্জামের উৎপাদন ইতিমধ্যেই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে চাহিদার জোগান দেওয়ার পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলিতেও ওই সামগ্রী পৌঁছে দেবেন তাঁরা।
করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও তাঁর কাছে ভেন্টিলেটর চেয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আজই বরিস জনসনের সঙ্গে কথা হল। দূর্ভাগ্যবশত ওঁর শরীরেও করোনাভাইরাস ধরা পড়েছে। কিন্তু আমি যখন জানতে চাইলাম উনি কেমন আছেন, তার জবাব না দিয়ে প্রথমেই ভেন্টিলেটরের কথা বললেন উনি। আমি নিশ্চিত উনি ঠিক হয়ে যাবেন। কিন্তু সকলেই এখন ভেন্টিলেটর চাইছে। ইটালি, স্পেন, জার্মানিরও ভেন্টিলেটর চাই।’’
ভেন্টিলেটরের উৎপাদন বাড়াচ্ছে আমেরিকা। ছবি: এএফপি।
আরও পড়ুন: কেরলে মৃত্যু এক করোনা আক্রান্তের, রাজ্যে এই প্রথম
এর পরই ট্রাম্প বলেন, ‘‘সকলের চাহিদার কথা মাথায় রেখে ভেন্টিলেটরের উৎপাদন বাড়াচ্ছি আমরা। নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্য দেশগুলিকেও সাহায্য করব।’’ আগামী ১০০ দিনে আমেরিকা এক লক্ষেরও বেশি ভেন্টিলেটর তৈরি করবে বলে জানান ট্রাম্প।
আরও পড়ুন: করোনা আপডেট: দেশে আক্রান্ত ৮৭৩, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪৯
কিন্তু নিজের দেশেই যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই, সেখানে অন্যদেশ গুলিকে সাহায্য করতে গেলে নিজেদের জোগানে টান পড়ে যাবে না তো? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমার মনে হয় আমাদের অত সরঞ্জামের প্রয়োজন হবে না। বরং বিশ্ব জুড়ে এমন অনেক দেশ রয়েছে, যাদের এই সরঞ্জামের প্রয়োজন রয়েছে। তাই বন্ধুদেশগুলিকে সাধ্যমতো সাহায্য করব আমরা। কারণ আমাদের সেই ক্ষমতা রয়েছে।’’