ভারতের জাতীয় পতাকা সেজে উঠেছে ম্যাটারহর্ন শৃঙ্গ। ছবি টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাসের কবল থেকে বাঁচতে লড়াই চালাচ্ছে কম বেশি বিশ্বের সব দেশই। সেই লড়াইকে কুর্নিশ জানাতে এগিয়ে এল সুইৎজারল্যান্ড। সে দেশের অন্যতম উচ্চ শৃঙ্গ ম্যাটারহর্নকে রাঙিয়ে তোলা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার রঙে। কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের সংগ্রামের প্রতি কুর্নিশ জানাতে ওই পর্বতশৃঙ্গ সাজানো হয়েছিল ভারতীয় তেরঙ্গাতেও। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো।
করোনাভাইরাসের হানায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ছাড়িয়েছে। এই ভাইরাস প্রাণ কেড়েছে দেড় লক্ষেরও বেশি মানুষের। সেই লড়াইয়ে আশার আলো দেখাতেই সাজিয়ে তোলা হয়েছে ১৪ হাজার ৬৯২ ফুট উঁচু ওই শৃঙ্গকে। প্রতিদিন সূর্যাস্তের পর সাজিয়ে তোলা হচ্ছে এই পর্বতশৃঙ্গ। গত এক সপ্তাহ ধরেই চলছে ম্যাটারহর্নকে সাজিয়ে তোলার কাজ। রোজ বিভিন্ন দেশের পতাকার রঙে সাজিয়ে তোলা হচ্ছে এটি। ভারতের পাশাপাশি ইতিমধ্যেই আমেরিকা, জার্মানি, স্পেন, ব্রিটেন, জাপানের মতো দেশের পতাকায় সেজে উঠেছে ম্যাটারহর্ন।
নরেন্দ্র মোদী ভারতের জাতীয় পতাকায় রাঙানো ম্যাটারহর্নের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘কোভিড-১৯-এর বিরুদ্ধে সারা বিশ্ব একযোগে লড়ছে। মানবসভ্যতা নিশ্চিতভাবে এই মহামারিকে অতিক্রম করবে।’’ দেখুন সেই পোস্ট—
ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসাবে আল্পস পর্বতমালার এই শৃঙ্গকে সাজানো নিয়ে জেনেভায় থাকা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার গুরলিন কৌর বলেছেন, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি সহমর্তিতা বোঝাতে তেরঙ্গায় সেজেছে সুইৎজারল্যান্ডের ম্যাটারহর্ন শৃঙ্গ। এটা হিমালয়ের তরফ থেকে আল্পসের প্রতি বন্ধুত্বের চিত্র।’’
এই কাজের পিছনে অবদান যে আলোকশিল্পীর, সেই গ্যারি হফস্টেটের বলেছেন, ‘‘সুইস পতাকা দিয়ে শুরু করেছিলাম। তার পর একে একে বিশ্বের বিভিন্ন দেশকে তুলে ধরা হল।’’
আরও পড়ুন: বিশ্বে করোনা মোকাবিলায় ভারতের সহযোগিতাকে কুর্নিশ জানাল রাষ্ট্রপুঞ্জ
আরও পড়ুন: লকডাউনে হার্ভার্ডের অনলাইন কোর্স করুন একদম নিখরচায়