বাদাম ঘরে ভিড় জমিয়েছে খদ্দের। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
করোনার জেরে মানুষ প্রায় ঘরবন্দি। ফলে অনেক প্রাণী যেমন ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে, লোকালয়ে চলে আসছে, আবার অনেক প্রাণীর খাবারে টান পড়েছে। রাস্তার কুকুর, বিড়ালের মতো কিছু প্রাণী আছে যারা মানুষ দেওয়া বা রেস্তরাঁ, ছোট খাবারের দোকানের খাবারে উপর অনেকাংশে নির্ভরশীল। সেই প্রাণীরা ঠিক মতো খাবার পাচ্ছে না। সে কথা ভেবেই এবার এক ব্যক্তি খুলে ফেললেন পশু-পাখিদের জন্য এক রেস্তরাঁ।
আমেরিকায় মিশিগানের ডেট্রয়েট শহরের বাসিন্দা জেমস ভ্রিল্যান্ড। তাঁর বাড়ির সামনের ঘাসের ফাঁকা জায়গায়টি পশু-পাখিদের খাওয়ার বন্দোবস্ত করেছেন। সেখানে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে একটি আয়তক্ষেত্রাকার অংশ ঘিরে দিয়েছেন। সুন্দর একটি গেটও বানিয়ে দিয়েছেন। গেটের পাশে আবার রেস্তরাঁর মতোই একটি রিসেপশন ডেস্ক বানিয়েছেন। আর ভিতরে কাঠবেড়ালি, পাখিদের বসার মতো ছোট ছোট চারটি পিকনিক টেবিল রেখেছেন। ফরাসিতে রেস্তরাঁর নাম দিয়েছেন, ‘মাইসন ডু নয়েস’ (বাদাম ঘর)।
জেমসের রেস্তরাঁর নাম থেকেই বোঝা যাচ্ছে কী পাওয়া যায় সেখানে। তিনি প্রতিদিন নিয়ম করে কাঠবেড়ালি, পাখিদের জন্য নানান রকম বাদাম রাখছেন। আর এই ‘খদ্দেররা’ গেট দিয়েই যে সব সময় ঢুকছে তা নয়, বরং ঘেরা টপকে আসতেই তারা বেশি স্বচ্ছন্দ বোধ করছে। আর পেটপুরে খাওয়া দাওয়া করার পর তাদের কেউ টাকা পয়সাও চাইছে না। তাই দিনে যতবার ইচ্ছে তারা আসছে, খেয়ে যাচ্ছে।
আরও পডু়ন: জীবন্ত খরগোসকে গিলে নিল এক সিগাল, ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য
আরও পডু়ন: কর্তব্যের খাতিরে আর্থিক ক্ষতি স্বীকার করেও বিয়ে পিছিয়ে দিলেন পুলিশ কর্মীরা
জেমস তাঁর ইনস্টাগ্রামে এই রেস্তরাঁ, তার ‘ক্রেতাদের’ একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেছেন। স্বাভাবিক ভাবেই এমন সুন্দর একটি পরিকল্পনা ও উদ্যোগ প্রশংসা পেয়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এই বাদাম ঘর রেস্তরাঁর পোস্টগুলি।
দেখুন সেই পোস্ট:
A post shared by jamesvreeland (@jamesvreeland) on
Another successful lunch rush. #maisondenoux
A post shared by jamesvreeland (@jamesvreeland) on
A post shared by jamesvreeland (@jamesvreeland) on
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)