ডোনাল্ড ট্রাম্প
মাত্র দু’দিন আগেই বিশেষ আইন প্রয়োগ করে গাড়ি প্রস্তুতকারক সংস্থা জেনারেল মোটরসকে সব কাজ ফেলে শুধুমাত্র ভেন্টিলেটর তৈরির নির্দেশ দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্র এটাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার দেশেরই কিছু হাসপাতালের বিরুদ্ধে সেই জীবনদায়ী যন্ত্র মজুত করে রাখার অভিযোগ আনলেন।
কাল হোয়াইট হাউসে কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই দলে ছিলেন দেশের চিকিৎসক সংগঠনের কর্তারাও। বৈঠক শেষে ট্রাম্প বলেন, “বেশ কয়েকটি হাসপাতাল ও সেখানকার স্বাস্থ্যকর্মীরা ভেন্টিলেটর-সহ অন্যান্য চিকিৎসার সরঞ্জাম মজুত করে রেখেছে। আমি খবর পেয়েছি। যে হাসপাতালগুলিতে এখন ভেন্টিলেটর লাগছে না, তারা যেন অবিলম্বে যন্ত্রগুলি অন্যদের হাতে তুলে দেয়।” তাঁর নির্দেশ অমান্য করলে হাসপাতাল কর্তৃপক্ষকে শাস্তি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কোন কোন হাসপাতাল ভেন্টিলেটর মজুত করে রাখছে, তা প্রকাশ্যে আনেননি।