Coronavirus

করোনায় মৃত বাংলাদেশের সাংবাদিক

প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকন ‘দৈনিক সময়ের আলো’ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ১৪:১৬
Share:

—ফাইল চিত্র

করোনায় মৃত্যু হল বাংলাদেশের এক সাংবাদিকের। প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকন ‘দৈনিক সময়ের আলো’ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকার একটি নার্সিংহোমে হুমায়ুনকে ভর্তি করা হয়েছিল। ঘণ্টা খানেকের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃত্যুর পর পরীক্ষায় তাঁর করোনা হয়েছিল বলে জানা গিয়েছে।

হুমায়ুনের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ দিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তা সত্ত্বেও বাড়ি থেকেই কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ জ্ঞান হারান তিনি। ওই দিনই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছু ক্ষণের মধ্যেই মারা যান তিনি। মৃত্যুর পর তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় জানা যায়, হুমায়ুন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ কথা জানিয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মহম্মদ শাহেদ। তিনি বলেন, ‘‘আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, ভোরে আমাদের বলা হয়েছে, হুমায়ুনের করোনাভাইরাস পজিটিভ।’’

Advertisement

ওই সাংবাদিকের করোনা ধরা পড়ার পর, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও ছেলেকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন: অভিনেতা ইরফান খান প্রয়াত, বয়স হয়েছিল ৫৩ বছর

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement