চিনের কিংদাওয়ে চলছে কোভিড পরীক্ষা। ছবি: এএফপি।
নতুন করে মোট ১২ জন আক্রান্ত হওয়ার পরে করোনা পরীক্ষা করা হবে চিনের- কিংডাও শহরের প্রত্যেক বাসিন্দার। সে দেশের করোনা পরিস্থিতি এখন সারা বিশ্বের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। তবু শহরটির ৯০ লক্ষ বাসিন্দার মধ্যে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা।
কিংডাও পুরসভার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শহরে মোট ১২ জন করোনা সংক্রমিত হয়েছেন, ৬ জনের কোনও উপসর্গ নেই। বিদেশ থেকে আসা করোনা রোগীদের চিকিৎসা হয়, এমন একটি হাসপাতাল থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, আগামী পাঁচ দিনে গোটা শহরের করোনা পরীক্ষা করা হবে। ২৩ সেপ্টেম্বরের পরে কিংডাও শহরের আশপাশের প্রদেশ থেকে কেউ সেখানে গেলে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটির কাছাকাছি। মৃত ১০ লক্ষ ৮২ হাজারের বেশি। মার্কিন সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেশনের এক প্রাক্তন ডিরেক্টর জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে আমেরিকায় এই মাসের শেষে আরও ২০ হাজার মানুষ মারা যাবেন কোভিডে। ব্রিটেনেও জাতীয় স্বাস্থ্য পরিষেবার এক কর্তা জানিয়েছেন, মার্চে লকডাউনের আগে যত জন কোভিড আক্রান্ত হাসপাতালে ভর্তি ছিলেন, এখন তার তুলনায় বেশি মানুষ ভর্তি। যত দিন না প্রতিষেধক বাজারে আসছে তত দিন এই মৃত্যুমিছিল সামাল দেওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে।