সমাজমাধ্যম প্রভাবী সিমরন সিং। ছবি: সংগৃহীত।
জনপ্রিয় রেডিয়ো জকি ও সমাজমাধ্যম প্রভাবী সিমরন সিং-এর মৃতদেহ উদ্ধার হল তাঁরই গুরুগ্রামের অ্যাপার্টমেন্ট থেকে। মৃত্যুর কারণ আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিক ভাবে সন্দেহ করছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিমরনের মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুগ্রামের সেক্টর ৪৭ অ্যাপার্টমেন্টে তিনি এক বন্ধুর সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। সেই বন্ধুই পুলিশকে ফোনে খবর দেন। বাড়ির দরজা ভিতর থেকে তালা বন্ধ ছিল এবং কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছে। গুরুগ্রাম পুলিশ আত্মহত্যার মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, ২৫ বছর বয়সী সিমরনের ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা প্রায় সাত লাখ। তাঁর শেষ পোস্টটি করা হয় ১৩ ডিসেম্বর। সিমরনকে তাঁর ভক্তেরা তাঁকে ভালবেসে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। সিমরনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স সমাজমাধ্যমে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও সিমরনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সিমরনের পরিবার, বন্ধুবান্ধব এবং তাঁর ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মৃতা তরুণীর আত্মার শান্তি কামনা করেছেন এবং তাঁর প্রিয়জনদের এই অকল্পনীয় ক্ষতিতে সমব্যথী হয়েছেন।