CHina

উত্তর-পূর্বের জঙ্গিদের অস্ত্র জোগাচ্ছে চিন

প্রাথমিক তদন্তের পরে এমন রিপোর্টই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েছে বিদেশ মন্ত্রকের গোয়েন্দা বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৪:৫৫
Share:

প্রতীকী ছবি।

চিন থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যাচ্ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীর কাছে। প্রাথমিক তদন্তের পরে এমন রিপোর্টই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েছে বিদেশ মন্ত্রকের গোয়েন্দা বিভাগ।

Advertisement

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চিন থেকে বিপুল অস্ত্র তাইল্যান্ড হয়ে মায়ানমারে যাচ্ছিল জাহাজে। তাইল্যান্ডে জাহাজটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে ৬ জন ব্যক্তিকে। কিন্তু তারা কেউই চিনের নয়। চলছে জিজ্ঞাসাবাদ। রয়্যাল তাই আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচুর সংখ্যক একে ফর্টি সেভেন এবং এম থার্টি থ্রি অ্যাসল্ট রাইফেল, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ভারতের পক্ষ থেকে ব্যাঙ্কককে এ ব্যাপারে বিশদে তথ্য জানাতে অনুরোধ করা হয়। মায়ানমারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, চিন থেকে নতুন করে অস্ত্রের সরবরাহ শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এই সব অস্ত্রশস্ত্রের অন্যতম গন্তব্য অসম, নাগাল্যান্ড, মিজোরামের মতো রাজ্য। সাউথ ব্লকের এক কর্তার বক্তব্য, “এই অস্ত্র ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদী সংগঠনগুলির জন্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই সরবরাহের পথটি সম্প্রতি আবার জেগে উঠেছে— এটা উদ্বেগের।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement