Delta Variant

Covid 19: আমেরিকায় স্কুল খুলতেই শিশুদের মধ্যে বাড়ছে ডেল্টা সংক্রমণ, বৃদ্ধি মৃত্যুতেও

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স জানিয়েছে, গত ৫ অগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে গোটা দেশে সাড়ে ৭ লক্ষ শিশু কোভিডে আক্রান্ত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৬
Share:

ছবি: রয়টার্স।

স্কুল খুলতেই শিশুদের কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে আমেরিকায়। শুধু সংখ্যা বাড়াই নয়, ডেল্টায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু বিশেষজ্ঞরা।

আমেরিকার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে শুধু মঙ্গলবারই ২ হাজার ৩৯৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে ৬ তারিখ পর্যন্ত প্রতি দিন গড়ে ৩৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আমেরিকার সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য বলছে, ২০২০-র অগস্ট থেকে এখনও পর্যন্ত ৫৫ হাজার কোভিড আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিডিসি-র তথ্য বলছে, আমেরিকায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে ৫২০ জন শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

কোভিড পরিস্থিতির মধ্যে গত বছরেই আমেরিকায় স্কুল খুলেছে। তার পর থেকেই শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (এএপি) জানিয়েছে, গত ৫ অগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে গোটা দেশে সাড়ে ৭ লক্ষ শিশু কোভিডে আক্রান্ত হয়েছে। যার মধ্যে গত সপ্তাহেই আড়াই লক্ষ শিশু আক্রান্ত হয়েছে। এএপি-র পরিসংখ্যান বলছে, নতুন আক্রান্ত ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিশু বিশেষজ্ঞ লে বহনার জানিয়েছেন, গত চার সপ্তাহে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা তিন গুণ বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, যে সব শিশুর হালকা উপসর্গ বা কোনও উপসর্গ ধরা পড়েনি, কয়েক মাস পর থেকেই তাদের মাল্টি ইনফ্ল্যামেটরি সিস্টেম (এমআইএস-সি) হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement