Viral video

Viral: মায়ের মতোই ভাল! বেড়ালের আদরে বড় হচ্ছে অনাথ কাঠবিড়ালির ছানারা, দেখুন ভিডিয়ো

কী ভাবে মায়ের মমতায় ভরিয়ে তোলা যায় ওই কাঠবিড়ালি সন্তানদের, এই ভাবতে ভাবতে বুদ্ধি খেলে যায় পার্ক পরিচালকদের মাথায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ১৮:৪০
Share:

নিজস্ব চিত্র

মা বেড়াল কাছে টেনে নিয়েছে অনাথ কাঠবিড়ালি সন্তানদের। সযত্নে লালন করছে তাদের। রক্ষা করছে বিপদ থেকে। ক্রিমিয়ার একটি চিড়িয়াখানা সাক্ষী আছে এমনই এক অদ্ভুত সম্পর্কের। আর সেই নিয়ে একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে, যা মন ছুঁয়েছে নেটাগরিকদের।

Advertisement

ক্রিমিয়ার বাখিসরায় মিনিয়েচার পার্কে তখন সদস্য সন্তান জন্ম দিয়েছে পার্কের বাসিন্দা বেড়াল পুশা। তখনই একদিন সকালে পার্কে একটি বাক্সে কয়েকটি অনাথ কাঠবিড়ালিকে নিয়ে আসেন একজন। কী ভাবে মায়ের মমতায় ভরিয়ে তোলা যায় ওই কাঠবিড়ালি সন্তানদের, এই ভাবতে ভাবতে বুদ্ধি খেলে যায় পার্ক পরিচালকদের মাথায়। তাঁরা সদ্য মা হওয়া বিড়ালের কাছে রেখে দেন কাঠবিড়ালিদের।

Advertisement

প্রাথমিক বাধা কাটিয়ে মা বিড়ালটি মেনেও নেয় তাদের। এখন বেড়াল আর কাঠবিড়ালি একই সঙ্গে বড় হচ্ছে চিড়িয়াখানায়। সেই মধুর সম্পর্কের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। দেখে নিন সেই ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement