dating app

মহিলাদের ডেটিং অ্যাপ বানিয়ে ১৫০ কোটি ডলারের মালিক ৩১ বছরের তরুণী

হুইটনি একটি বিরল রেকর্ড করে ফেললেন। বিশ্বের কনিষ্ঠতম অর্বূদপতির তকমা পেলেন তিনি।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৭
Share:

হুইটনি উল্ফ হার্ড।

মাত্র ৩১ বছর বয়সেই ১৫০ কোটি আমেরিকান ডলারের মালিক হলেন হুইটনি উল্ফ হার্ড! আমেরিকার উটা-র এই মহিলা উদ্যোগপতি ২০১৪ সালে মহিলাদের জন্য একটি ডেটিংয়ে যাওয়ার অ্যাপ বানিয়েছিলেন। বৃহস্পতিবার দেখা গেল সেই অ্যাপের শেয়ার হু হু করে বিকোচ্ছে। আত্মপ্রকাশেই শেয়ার প্রতি দাম উঠল ৭২ ডলার।একদিনেই হুইটনির ডেটিং অ্যাপের দাম ৬৭ শতাংশ বেড়ে পৌঁছে গেল ১৫০ কোটি মার্কিন ডলারে। এর ফলে ৩১ বছরের হুইটনি একটি বিরল রেকর্ড করে ফেললেন। বিশ্বের কনিষ্ঠতম অর্বূদপতির তকমা পেলেন তিনি।

Advertisement

নিজেকে কাজ পাগল বলে দাবি করেন হুইটনি। তার তৈরি ডেটিং অ্যাপের নাম বাম্বল। এই অ্যাপের এবং সংস্থার একটা বিশেষত্ব আছে। প্রথমত, এই অ্যাপে ডেটিংয়ে যাওয়ার নিয়ন্ত্রণ আর সিদ্ধান্ত দুই-ই থাকে মেয়েদের হাতে। দ্বিতীয়ত, হুইটনির সংস্থার অধিকাংশ কর্মীও মহিলাই।

২০১৪ সালে এই সংস্থা প্রতিষ্ঠার আগে হুইটনি কাজ করতেন জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারে। সেখানেই এগজিকিউটিভ পদে ছিলেন তিনি। কিন্তু, সেই কাজ ছেড়ে হঠাৎ করেই নিজের অ্যাপ বানানোর সিদ্ধান্ত নেন। গত সাত বছর ধরে ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে কাজ করার পর গত ১৫ জানুয়ারি বাম্বল তাদের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবারই প্রথম শেয়ার বাজারে আত্মপ্রকাশ করে বাম্বলের শেয়ার। দেখা যায় বাজারে আসতে না আসতেই দর বাড়তে শুরু করেছে তার। এরপরই সংস্থার শেয়ারের দর ৬৭ শতাংশ বেড়ে পৌঁছয় ১৫০ কোটি মার্কিন ডলারে। যা হুইটনিকে জুড়ে দিল ২১ জন স্বপ্রতিষ্ঠিত মহিলা অর্বূদপতির ক্লাবে।

Advertisement

স্বঘোষিত ‘কাজ পাগল’ হুইটনি অবশ্য শুধু ডেটিং অ্যাপের কাজেই ব্যস্ত থাকেন না। বাম্বলের পাশাপাশি বিনোদন সংস্থা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটিতেও রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement