selfie

ট্রেনের ছাদে উঠে নিজস্বী তুলতে গিয়ে পড়ে গেল নাবালক! ঘটনাস্থলেই মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজস্বী তুলতে লোকাল ট্রেনের ছাদে উঠেছিল কয়েক জন কিশোর। ট্রেন ছাড়তেই তাদের মধ্যে এক কিশোর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৪:১১
Share:

নিজস্বী তুলতে ট্রেনের ছাদে উঠেছিলেন সাত জন কিশোর। তাদের মধ্যে এক জন পড়ে যায়। ফাইল চিত্র।

নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে আবার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। ট্রেনের ছাদে উঠে নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু হল এক ১৬ বছরের নাবালকের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রংপুর এলাকায়।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনে মিজানুর রহমান নামে ১৬ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি রংপুর মহানগরের মাহিগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনে একটি লোকাল ট্রেন থামার পর তার ছাদে উঠে পড়ে ৭ নাবালক। তার পর তারা ফোনের ক্যামেরায় নিজস্বী তুলতে থাকে। এই অবস্থায় ট্রেন ছেড়ে দেয় প্ল্যাটফর্ম থেকে। তার পরও তারা নিজস্বী তোলায় মগ্ন ছিল।

Advertisement

এই সময়ই মিজানুর নামে ওই নাবালক ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, অতীতেও চলন্ত ট্রেনে নিজস্বী তুলতে গিয়ে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। ভারতের বিভিন্ন প্রান্তে নিজস্বী তুলতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে নিজস্বী তুলতে গিয়ে এ পার বাংলার খড়্গপুর আইআইটি-র কাছে হিজলি কলেজ সংলগ্ন খড়্গপুর গ্রামীণ থানার মোরাম খাদানের জমা জলে পড়ে মারা যান এক অধ্যাপক। ২০১৯ সালে মগরায় মালগাড়ির ছাদে উঠে নিজস্বী তুলতে গিয়ে ওভারহেড তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয় এক নাবালকের। এমন ঘটনার পরও যে আজকের প্রজন্ম সচেতন হননি, তারই এক আভাস মিলল বাংলাদেশের ঘটনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement