CSK vs SRH in IPL 2025

ভুল থেকে শিক্ষাই নিচ্ছেন না ধোনির দলের ব্যাটারেরা, আইপিএল প্রায় শেষ চেন্নাইয়ের, টিকে হায়দরাবাদ

ভুল থেকে শিক্ষা নিল সানরাইজার্স হায়দরাবাদ। শিক্ষা নিল না চেন্নাই সুপার কিংস। আগ্রাসনের রাস্তা থেকে সরে এসে চেন্নাইকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল প্যাট কামিন্সের দল। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটারদের মধ্যে দায়িত্ববোধের অভাব স্পষ্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৪
Share:
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

ভুল থেকে শিক্ষা নিল সানরাইজার্স হায়দরাবাদ। শিক্ষা নিল না চেন্নাই সুপার কিংস। আগ্রাসনের রাস্তা থেকে সরে এসে চেন্নাইকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল প্যাট কামিন্সের দল। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটারদের মধ্যে দায়িত্ববোধের অভাব স্পষ্ট। শুক্রবার আইপিএলে সপ্তম ম্যাচ হেরে বিদায় প্রায় নিশ্চিত করে ফেলল চেন্নাই। তবে এখনও টিকে থাকল হায়দরাবাদ। যদিও তাদের প্লে-অফের পথ সুগম নয়। আগে ব্যাট করে চেন্নাইয়ের তোলা ১৫৪ রান হায়দরাবাদ তুলে দিল পাঁচ উইকেট এবং আট বল বাকি থাকতে।

Advertisement

মুম্বইয়ের কাছে হারের পর তিনি বলেছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে নামার পর তিনি বলেছিলেন। কিন্তু চেন্নাই সুপার কিংসের ব্যাটারেরা বোধ হয় ঠিকই করে নিয়েছেন, যতই অধিনায়কের নাম মহেন্দ্র সিংহ ধোনি হোক, তাঁরা কথা শুনবেনই না। যে ভুল প্রতি ম্যাচে করছেন, সেই ভুলই করবেন। একজন-দু’জন ব্যতিক্রম হিসাবে অবশ্যই আছেন। কিন্তু ক্রিকেট ম্যাচ জিততে গেলে যে ১১ জনেরই অবদান দরকার।

শুরুটা করাই যায় শেখ রশিদকে গিয়ে। মহম্মদ শামির মতো বোলারকে খেলা এমনিতেই সহজ নয়। শামির লেংথ এবং সুইং বাকিদের থেকে অনেক ভাল। অফস্টাম্পের বাইরে তাঁর প্রথম বলেই খোঁচা দিলেন রশিদ। অনায়াসে বলটি ছেড়ে দেওয়া যেত। রশিদের খোঁচায় প্রথম বলেই এক উইকেট চলে গেল চেন্নাইয়ের।

Advertisement

হায়দরাবাদ ম্যাচের আগেই ধোনি জানিয়েছিলেন, কিছু কিছু কম্বিনেশনের দিকে জোর দিচ্ছেন তাঁরা। ওপেনিংয়ে দুই অনভিজ্ঞ ক্রিকেটারকে পাঠানো হয়, তা হলে তিনে স্যাম কারেন এবং চারে রবীন্দ্র জাডেজাকে পাঠানোও চেন্নাইয়ের পরিকল্পনাতেই ছিল। কারেন সাধারণত এত উপরের দিকে ব্যাট করেন না। এই ম্যাচেও তিনি কিছু করতে পারলেন না। জাডেজা তবু মান রাখলেন। অকারণে তাড়াহুড়োর রাস্তায় না গিয়ে বল অনুযায়ী শট খেললেন।

তবে ভাল লাগল ডেওয়াল্ড ব্রেভিসের খেলা। ‘বেবি এবি’ নামে ক্রিকেটবিশ্বে পরিচিত ব্যাটার মহা নিলামে দলই পাননি। মিডল অর্ডার ঠিক করতে তাঁকে মরসুমের মাঝপথে নিয়েছে চেন্নাই। প্রথম ম্যাচেই ব্রেভিস বুঝিয়ে দিলেন, চেন্নাইয়ের দল পরিচালন সমিতি ভুল করেনি। যে পিচে সব ব্যাটারই রান করতে সমস্যায় পড়েছেন, সেখানেও হাত খুলে খেললেন ব্রেভিস। ২৫ বলে ৪২ রানের ইনিংসে একটি চার এবং চারটি ছয়। কামিন্দু মেন্ডিসের অসাধারণ ক্যাচে আউট না হলে তাঁর এবং দলের নামের পাশে নিঃসন্দেহে আরও কিছু রান যোগ হত।

চেন্নাইকে এখন ভোগাচ্ছে শিবম দুবের মতো নাম। গত বছর স্বপ্নের ফর্মে থাকা ক্রিকেটার এ বার রান করার ব্যাটটি কোথায় ফেলে এসেছেন বোঝা যাচ্ছে না। প্রতি ম্যাচেই খোঁড়াচ্ছেন। রানের গতি বাড়াতে পারছেন না। মারার বলে মারতে পারছেন না। তাঁকে ভবিষ্যতে দল থেকে বাদ পড়তে হলে অবাক হওয়ার কিছু নেই। আন্দ্রে সিদ্ধার্থের মতো ব্যাটারকে সুযোগ দেওয়া যেতেই পারে। ব্যাটারদের ব্যর্থতার দিনে বরং ফিল্ডারেরা নজর কাড়লেন।

চেন্নাই ভুল থেকে শিক্ষা না নিলেও হায়দরাবাদ নিল। মুম্বইয়ের কাছে হারের পরেই অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, এ বার তাঁদের আগ্রাসনের রাস্তা থেকে সরে আসা প্রয়োজন। ঠিক সেটাই করল হায়দরাবাদ। ট্রেভিস হেড, হাইনরিখ ক্লাসেন, এমনকি ঈশান কিশনের মতো ব্যাটারও তাড়াহুড়োর রাস্তায় যাননি। পাওয়ার প্লে-তে দু’উইকেটে মাত্র ৩৭ রান তুলল তারা।

মরসুমের শুরুর দিক হলে হয়তো আবার একই ভাবে ভুল করে জেতা ম্যাচও হেরে যেত হায়দরাবাদ। তবে শুক্রবার তারা বুঝিয়ে দিল, দলের মনোভাবে বদল এসেছে। ক্রিজ়‌ কামড়ে পড়ে থাকলে যে ম্যাচ অনায়াসে জেতা যায়, সেই ম্যাচে তাড়াহুড়ো করার কোনও অর্থ নেই। সেটাই করল হায়দরাবাদ। চেন্নাইয়ের পিচ রান তোলা সমস্যার ছিল। তাই খুচরো রান তোলার দিকে মন দিল।

প্রশংসা প্রাপ্য কামিন্দু মেন্ডিসের। ব্যাট, বল, ফিল্ডিং— তিনটিতেই তাঁর অবদান রয়েছে। জাডেজাকে আউট করেছেন। বাউন্ডারির ধারে ব্রেভিসের ক্যাচ নিয়েছেন। ব্যাট হাতেও দলকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন।

আগে ব্যাট করতে নামা চেন্নাই এ দিন শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই শেখ রশিদকে ফিরিয়ে দেন শামি। টিকতে পারেননি কারেনও (৯)। তবে নজর কেড়েছে আয়ুষ মাত্রের (৩০) খেলা। বেশ কয়েকটি দেখার মতো চার পাওয়া গেল তাঁর ব্যাট থেকে। ব্রেভিসেরও প্রশংসা প্রাপ্য। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই যে খেলাটা দেখালেন, তাতে তাঁকে সহজে বাদ দেওয়া কঠিন। মিডল অর্ডারে আগামী দিনে ভরসা দিতে পারেন। বাকি ব্যাটারেরা একটু ক্রিজ়ে টেকার মানসিকতা দেখালে চেন্নাইয়ের রান বাড়তে পারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement