শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২৩:২৯
চতুর্থ বার আইপিএল জিতল চেন্নাই
দশমীতে আইপিএল ফাইনালে বিসর্জন কলকাতারও। চেন্নাইয়ের কাছে ২৭ রানে জিতল তারা।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২৩:০৭
আউট মর্গ্যান
ফাইনালেও কিছু করতে পারলেন না কলকাতার অধিনায়ক (৪)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২৩:০১
আউট রাহুল
ছয় মারতে গিয়ে আউট রাহুল ত্রিপাঠি।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:৫৫
শাকিব আউট
জাডেজার বলে স্টাম্পিংয়ের হাত থেকে বাঁচলেন। পরের বলেই ফিরলেন শাকিব (০)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:৫২
কার্তিক আউট
সীমানার ধারে লোপ্পা ক্যাচ নিলেন রায়ডু। ৯ রানে ফিরলেন কার্তিক।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:৫০
১৪ ওভারে কলকাতা ১১৭-৪
ক্রিজে কার্তিক (৮) এবং মর্গ্যান (১)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:৪৪
আউট শুভমন
দীপক চাহার ফেরালেন ক্রিজে জমে যাওয়া শুভমন গিলকে। অর্ধশতরান করেই ফিরলেন শুভমন।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:৩৪
নারাইন আউট
মারতে গিয়ে আউট নারাইন। তৃতীয় উইকেট হারাল কলকাতা।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:৩১
আউট নীতীশ
একই ওভারে দ্বিতীয় উইকেট হারাল কলকাতা। প্রথম বলেই ফিরলেন নীতীশ রানা (০)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:২৭
আউট আয়ার
শার্দূলের বলে মারতে গিয়ে ফিরলেন আয়ার (৫০)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:২৫
১০ ওভারে ৮৮-০ কলকাতা
ক্রিজে রয়েছেন আয়ার (৫০) এবং শুভমন (৩৬)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:১৯
অবিশ্বাস্য ভাবে বাঁচলেন শুভমন
তাঁর মারা শট লেগেছিল স্পাইডার ক্যামে। ফলে ক্যাচ বৈধ হল না। বেঁচে গেলেন শুভমন।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:১৯
অর্ধশতরান আয়ারের
থামার লক্ষণই নেই আয়ারের। এই আইপিএল-এ চতুর্থ অর্ধশতরান করলেন তিনি।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:১৪
কলকাতা ৮ ওভারে ৬৮-০
ক্রিজে আয়ার (৪১) এবং শুভমন (২৫)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:০৭
কলকাতা ৭ ওভারে ৫৯-০
ক্রিজে রয়েছেন আয়ার (৩৪) এবং শুভমন (২৩)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২২:০১
৫০ পেরোল কেকেআর
ওপেনিং জুটিতে ৫০ পেরিয়ে গেল কলকাতা। শুভমন ২১ এবং আয়ার ৩০ রানে ক্রিজে।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২১:৫৬
ফের মিস ধোনির
কঠিন হলেও আবার ক্যাচ মিস করলেন ধোনি। আয়ার শট মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। ধোনির আঙুল লেগেছিল বলে।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২১:৪৬
কেকেআর ৩ ওভারে ২৪-০
ক্রিজে আয়ার (১৫) এবং শুভমন (৮)।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২১:৩৮
আয়ারের ক্যাচ ফেললেন ধোনি
হেজলউডে বলে আয়ারের ক্যাচ প্রায় ধরে ফেলেছিলেন ধোনি। শেষ মুহূর্তে বল হাত থেকে বেরিয়ে গেল।
শেষ আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ২১:৩৭
প্রথম ওভারে ৬ তুলল কলকাতা
শুভমন গিল ৫ রান এবং বেঙ্কটেশ ০ রানে ক্রিজে।