Bill Gates

Bill Gates: বিল গেটসের ৪৮ বছরের পুরনো বায়োডেটা কেমন ছিল? দেখলে চমকে যাবেন

বিল গেটসের বায়োডেটায় অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক নিয়ে পড়াশোনার কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১২:০৯
Share:

ফাইল চিত্র।

মনের মতো চাকরি পেতে বায়োডেটার গুরুত্ব অপরিসীম। চাকরিজীবনে পদার্পণের আগে নিজের গুণাবলীর নমুনা-সহ যথাযথ বায়োডেটা তৈরি করতে গিয়ে অনেকেই হিমসিম খান। এই পরিস্থিতিতে মুশকিল আসানের ভূমিকায় এ বার ধনকুবের বিল গেটস।

Advertisement

৪৮ বছর আগের পুরনো বায়াডেটা প্রকাশ্যে আনলেন তিনি। সেই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য তাঁর বার্তা, ‘সম্প্রতি তোমরা স্নাতক হয়েছ বা কলেজ পাশ করে বেরিয়েছ, আমি নিশ্চিত, তোমাদের বায়োডেটা আমার ৪৮ বছরের পুরনো বায়োডেটার থেকে দেখতে ভাল।’’

Advertisement

৪৮ বছরের পুরনো যে বায়োডেটার ছবি শেয়ার করেছেন বিল গেটস, তাতে দেখা যাচ্ছে সে সময় হার্ভার্ড কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করেছেন তিনি। বায়োডেটায় উল্লেখ করা হয়েছে, অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক-সহ একাধিক বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। এই বায়োডেটার ছবি মুহূর্তে ভাইরাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement