Bangladesh Unrest

উত্তপ্ত বাংলাদেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু করল সে দেশের সেনা

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য তৎপর হয়েছে সেনাবাহিনী। হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জেলায় হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০৩:০৯
Share:

উত্তপ্ত বাংলাদেশ। —ফাইল চিত্র।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার সরকারি বাসভবন ‘গণভবন’ ছাড়েন তিনি। দেশত্যাগের খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে চড়াও হন কয়েক হাজার মানুষ। চলতে থাকে যথেচ্ছ লুটপাট। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, সময় যত গড়াচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে হিংসার খবর সামনে আসতে শুরু করেছে। নোয়াখালি, শ্রীপুর, বরিশাল, যশোর থেকে মৃত্যুর খবর সামনে আসছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য তৎপর হয়েছে সেনাবাহিনী। হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জেলায় হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি নম্বরের সঙ্গে এক জন করে সেনা আধিকারিককে দায়িত্বও দেওয়া হয়েছে। কোনও সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সম্যসার কথা বলা যাবে।

Advertisement

রইল বিভিন্ন জেলার হেল্পলাইন নম্বরের তালিকা—

দিনাজপুর

Advertisement

কর্নেল রওশনুল ইসলাম (০১৭৬৯৬৮২৪৫৪)

ময়মনসিংহ

ক্যাপ্টেন ফয়সাল (০১৭৬৯২০৮১৭৪)

সিরাজগঞ্জ

ক্যাপ্টেন সুদীপ্ত (০১৭৬৯৫১০৫২৪)

রামপুরার

কর্নেল রেহগির আল শহীদ (০১৭৬৯০৫৩১৫০)

রংপুর

ক্যাপ্টেন আশরাফ (০১৬১৫৩৩২৪৪৬) এবং ক্যাপ্টেন মারিজ় (০১৭৪৫২০৭৪৬৯)

কিশোরগঞ্জ(ভৈরব)-এর জন্য ০১৭৬৯২০২৩৫৪ এবং ক্যাপ্টেন রায়হান (০১৭৬৯২০২৩৬৬)

যশোর

ক্যাপ্টেন সাবির (০১৮৮৬৯১০৫১৪)

রাজবাড়ি

ক্যাপ্টেন এনাম (০১৭৯৫-৬১৫৯৫০)

ঢাকা (যাত্রাবাড়ি)

ক্যাপ্টেন হিমেল (০১৭৬৬১৬২০৭৭)

উত্তরা, বিমানবন্দর, দিয়াবাড়ির জন্য ০১৭৬৯০২৪২৮০, ০১৭৬৯০২৪২৮৪ এবং ক্যাপ্টেন সাজ্জাদ (পারভেজ) (০১৭৬৯৫১০৪৫৭)

কক্সবাজার

ক্যাপ্টেন মুজতাহিদ (০১৭৬৯১১৯৯৮৮)

ঠাকুরগাঁওয়ে লেফটেন্যান্ট ফয়েজ (০১৭৬৯৫১০৮৬৬) এবং ক্যাপ্টেন মোহতাশিম (০১৭৬৯০০৯৮৫৫)

মিরপুর এলাকায় ক্যাপ্টেন মাহমুদ (০১৮৩৩৫৮৫৭৩৬, ০১৭৬৯০২৪২৫৬) এবং (০১৭৬৯০২৪২৫২)

ঢাকার জন্য

মোহাম্মদপুরে ক্যাপ্টেন সৈকত: ১৭৬৯৫১০৫১৫

মোহাম্মদপুরের ক্যাপ্টেন রিদনান সালেহ: ১৬৪১৯৬৮২৩৭

সেগুন বাগিচায় ক্যাপ্টেন আশিক: ১৭৩৮৯৯৮৪৫৮

উত্তরায় ক্যাপ্টেন আবরার: ১৭৪১৫৬৯৮৩২

মিরপুরে ক্যাপ্টেন আতাহার ইশতিয়াক: ১৭৬৯৫১১১৪৪

স্টেডিয়াম, পল্টনে ক্যাপ্টেন জাররাফ: ১৭০৮৩৭৫৩৭১

বারিধারায় ক্যাপ্টেন নাসিফ: ১৭৬৯৫১০৮০৩

আগারগাঁওয়ে লেফটেন্যান্ট ইমরুল: ১৭০৫২৬০০১৯

গুলশন/বনানীর জন্য: ০১৭৬৯০১৩০৯৪

মতিঝিল, বাংলাদেশ ব্যাংক কেপিআই-এর জন্য ক্যাপ্টেন শিহাব: ০১৭৬৬০৪৭৩২৩

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement