Fire at Turkey Resort

ঘুমের মধ্যেই ছড়িয়ে পড়ল ভয়াল আগুন! তুরস্কের রিসর্টে মৃত্যু পর্যটক-সহ অন্তত ৬৬ জনের

পর্যটক। তুরস্কের রাজধানী আঙ্কারার প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমের কারতালকায়া রিসর্ট শীতে ইউরোপের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। অগ্নিকাণ্ডের সময় রিসর্টে ২৩৪ জন পর্যটক ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২১:৩৯
Share:

অগ্নিকাণ্ডের শিকার সেই রিসর্ট। ছবি: সংগৃহীত।

তখন রাত সাড়ে ৩টে। তুরস্কের কারতালকায়া স্কি রিসর্টের পর্যটক এবং কর্মচারীদের অধিকাংশই গভীর ঘুমে আচ্ছন্ন। আগুন যে লেগেছে অনেকেই প্রথমে টের পাননি। যখন বুঝতে পারলেন, ততক্ষণে চারদিক থেকে ঘিরে ফেলেছে আগুন। ধোঁয়ায় ভরে গিয়েছে হোটেলের বেশিরভাগ ঘর এবং করিডর।

Advertisement

ফলে বেশিরভাগ আবাসিকই বেরতে পারেননি। দমবন্ধ হয়ে এবং ঝলসে এবং প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬৬ জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত আরও ৫৪ জন পর্যটক। তুরস্কের রাজধানী আঙ্কারার প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমের কারতালকায়া রিসর্ট শীতে ইউরোপের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। আশপাশের বরফে ঢাকা পাহাড়ি উপত্যকায় স্কি করতে যান তাঁরা।

তুরস্ক সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় রিসর্টে ২৩৪ জন পর্যটক ছিলেন। বহুতল রিসর্টটি কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কেন আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু বলেনি তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সরকার। ধ্বংসস্তূপের তলায় আরও কয়েক জনের দেহ থাকতে পারে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। তাই আগুন নিয়ন্ত্রণে আসার পরেই শুরু করা হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement