Israel-Palestine Conflict

গাজ়ায় যুদ্ধবিরতির মধ্যেই ইজ়রায়েলের নিশানায় আর এক প্যালেস্টাইন ভূখণ্ড! হামলায় হত ছয়

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের দাবি, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজেই ওই অভিযান। যদিও ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ’ জানিয়েছে, নিহতেরা সকলেই সাধারণ নাগরিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২০:১৫
Share:

ইজ়রায়েলের হানা প্যালেস্টাইন ভূখণ্ডে। ছবি: রয়টার্স।

গাজ়ায় যুদ্ধবিরতি চলাকালীন এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, জেরুসালেম লাগোয়া ওয়েস্ট ব্যাঙ্কে হামলা চালাল ইজ়রায়েল সেনা। মঙ্গলবার ভোরে ইজ়রায়েলি সেনার ‘গ্রাউন্ড অপারেশনে’ অন্তত ছ’জন নিহত হয়েছেন বলে ওই এলাকার নিয়ন্ত্রক ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ’ জানিয়েছে। ইজ়রায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

Advertisement

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের দাবি, ওয়েস্ট ব্যাঙ্কে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজেই ওই অভিযান। যদিও প্যালেস্টাইন কর্তৃপক্ষের অভিযোগ, নিহতেরা সকলেই সাধারণ নাগরিক। মঙ্গলবার ভোরে ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাংশের শহর জেনিনে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকেও তারা নিশানা করে বলে অভিযোগ। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইও হয় নেতানিয়াহুর ফৌজের।

এর আগে জেমিনের অদূরে তুলকারেম, নাবলুস ও তুবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েল। প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement