Mexico

নির্বাচনী প্রতিশ্রুতি রাখেননি মেয়র, শাস্তি হিসাবে স্কার্ট পরিয়ে শহর ঘোরালেন বাসিন্দারা!

নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করায় মেয়রকে যে ভাবে শাস্তি দিলেন মেক্সিকোর একটি শহরের নাগরিকরা তা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

মেক্সিকো সিটি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ১৫:৫১
Share:

স্কার্ট পরিয়ে মেয়রকে রাস্তায় ঘোরাচ্ছেন বাসিন্দারা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ভোটের আগে প্রচারের সময় রাজনীতিকরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন সাধারণ মানুষের কাছে। কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি রাখেন না- এরকম রাজনীতিকের সংখ্যা নেহাতই কম নয়। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করায় মেয়রকে যে ভাবে শাস্তি দিলেন মেক্সিকোর একটি শহরের নাগরিকরা তা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

Advertisement

মেক্সিকোর দক্ষিণ অংশে হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকো। সেই শহরের মেয়র হলেন জাভিয়ের জিমেনেজ। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য সম্প্রতি তাঁকে ও তাঁর এক সহযোগীকে শাস্তি দিয়েছে ওই শহরের নাগরিকরা। শাস্তির অঙ্গ হিসাবে মেয়র ও তাঁর সহযোগীকে স্কার্ট-ব্লাউজ পরে শহর ঘুরিয়েছেন সেখানকার বাসিন্দারা।

সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে শহরের জলবন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথা বলেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় এসেও সেই কাজ করেননি। অন্য দিকে ওই দেশের এক সংবাদমাধ্যমকে অভিযুক্ত ওই মেয়র জানিয়েছেন, তিনি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় সেই কাজ করে উঠতে পারছেন না তিনি।

Advertisement

আরও পড়ুন: কুকুরকে সাবান মাখিয়ে স্নান করাচ্ছে দুই শিম্পাঞ্জি! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: বাথরুমে নেই একটিও দেওয়াল! এমনও হয়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement