ফাইল চিত্র
কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তারা মধ্যস্থতা করতে চায় বলে ফের জানাল আমেরিকা। হোয়াইট হাউসের এক কর্তা বলেন, ‘‘দু’দেশের ঝামেলা মেটানোর পাশাপাশি প্রেসিডেন্ট চান, কাশ্মীরের উপর থেকে যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা শিথিল করুক নয়াদিল্লি।’’ শুক্রবারও অবশ্য উপত্যকার বেশ কিছু জায়গায় নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে নয়াদিল্লি।
রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে চলতি সপ্তাহে ভারত, পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠক করেছেন ট্রাম্প। ‘হাউডি মোদী’-তে এক মঞ্চেই দেখা গিয়েছিল ট্রাম্প ও মোদীকে। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিদেশ দফতরের শীর্ষ আধিকারিক অ্যালিস ওয়েলস কাল জানান, জম্মু-কাশ্মীরে ভারত যে কড়াকড়ি করছে, তাতে উদ্বিগ্ন ওয়াশিংটন। আটকদের দ্রুত ছেড়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেন ওয়েলস। তাঁর কথায়, ‘‘দু’দেশ চাইলে প্রেসিডেন্ট মধ্যস্থতা করতে রাজি। ভারতের উচিত, কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসা এবং সেখানে ভোট করাতে সদর্থক পদক্ষেপ করা।’’
পাকিস্তানকেও একহাত নেন ওয়েলস। তাঁর প্রশ্ন, পাকিস্তান তো চিনে আটক দশ লক্ষ উইঘুর বা তুর্কিভাষী মুসলিমদের নিয়ে কিছু বলছে না! তিনি বলেন, দেখতে চাই, এঁদের মানবাধিকার লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করছে ইসলামাবাদ।’’