Bird Watching

অদ্ভুতদর্শন, ভয়ঙ্কর ডাক, ১৫ বছর পর ফের দেখা মিলল এই ‘ভূতুড়ে পাখি’র

এরা নিশাচর। সম্প্রতি কলম্বিয়ার চিবোলো শহরে এই পাখির দেখা মিলল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৫:০১
Share:
০১ ১৩

সাধারণত পাখির মতো সূচালো ঠোঁট নয়। সবুজ পাতায় মোড়া গাছের ডালে বসার চাইতে গাছের শুকনো, ভাঙা ডালে বসে থাকতেই পছন্দ করে এরা। যে প্রাণীর কথা হচ্ছে, সেটিও একটি পাখিই।

০২ ১৩

এই পাখিকে হঠাৎ করে দেখলে যে কেউ চমকে উঠবেন দিনের আলোতেও। আর অন্ধকারে এর ডাক গায়ে শিহরণ জাগিয়ে তুলবে।

Advertisement
০৩ ১৩

এরা নিশাচর। সম্প্রতি কলম্বিয়ার চিবোলো শহরে এই পাখির দেখা মিলল। ১৫ বছর পর গত ডিসেম্বরে এই পাখির দেখা মিলেছিল। সম্প্রতি সেই পাখিটির ভিডিয়েো ভাইরাল হয়েছে।

০৪ ১৩

পাখিটির নাম পোটো। অনেকে একে গোস্ট বার্ড বা ভূতুড়ে পাখি বলেও ডাকেন। অদ্ভুতদর্শন এবং ভয়ঙ্কর ডাকের জন্যই এমন নাম।

০৫ ১৩

মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এই সমস্ত পাখির দেখা মেলে। আগে অবশ্য ইউরোপেও দেখা মিলত এদের।

০৬ ১৩

রাত হলেই কীট-পতঙ্গ শিকার করতে শুরু করে এরা। আর দিনের বেলায় কোনও গাছের ভাঙা ডালের একেবারে মাথায় বসে সময় কাটায়। শিকারিদের হাত থেকে নিজেদের রক্ষা করার এটাই একমাত্র উপায় পোটো পাখিদের।

০৭ ১৩

পোটো পাখিদের গায়ের রং এবং দেহের আকার এমনই যে গাছের ভাঙা ডালের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে তারা। দীর্ঘক্ষণ কোনওরকম নড়াচড়া না করেই থাকতে পারে এরা। ফলে দূর থেকে দেখে তাদের গাছের ডালই মনে হয়।

০৮ ১৩

পোটো পাখিদের আরও একটি বিশেষত্ব হল এরা বাসা বাঁধতে পারে না। গাছের ডালের কোনও কোঠরেই ডিম পাড়ে।

০৯ ১৩

সেই ডিম ফুটিয়ে বাচ্চা বার করার দায়িত্ব মূলত থাকে বাবাদের উপর। সারা দিন বাবা পোটো পাখিরা ডিমের পাহারা দেয়।

১০ ১৩

আর রাত হলে মা পাখি এবং বাবা পাখি দায়িত্ব ভাগ করে নেয়। তারা ভাগাভাগি করে ডিম পাহারা দেয় এবং শিকার ধরে।

১১ ১৩

কলম্বিয়ার চিবোলো শহরে আচমকাই এক মহিলার নজরে পড়ে ওই পাখিটি। দিনের বেলায় একটি গাছের ডালের উপর চুপ করে বসেছিল।

১২ ১৩

প্রথমে ওই মহিলাও কাঠ ভেবেই ভুল করেছিলেন। কাছে যেতেই পাখিটি চোখ খুলে ডাকতে শুরু করে। কিছু ক্ষণের জন্য ঘাবড়ে যান তিনি।

১৩ ১৩

তারপরই ওই পোটো পাখির ভিডিয়ো করে নেটমাধ্যমের পাতায় পোস্ট করে দেন যা ভাইরালও হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement