তালিবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ। ছবি—পিটিআই।
আফগানিস্তান অন্য কোনও দেশকে হুমকি দেবে না। আফগানভূমি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশের ক্ষতি করতে পারবে না। প্রায় দু’দশক পর আফগানিস্তানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে মঙ্গলবার এমনই বার্তা দিয়েছে তালিবান।
কাবুল দখলের পর মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠক করে তালিবান। সেখানে তালিবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ বিশ্বের অন্য দেশগুলির প্রতি এই বার্তা দেন। তিনি বলেন, ‘‘ইসলামিক আমিরশাহি বিশ্বের সমস্ত দেশকে জানাচ্ছে, আফগানিস্তান কাউকে হুমকি দেবে না।’’ যুদ্ধ শেষ হয়েছে ঘোষণা করে তিনি আরও বলেন, ‘‘সবাইকে নিয়ে আমরা সরকার গড়তে চাই। আমরা দেশের ভিতরে বা বাইরে কোনও শত্রু চাই না। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। আমাদের নেতার নির্দেশে আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি।’’
সাংবাদিক বৈঠকে তালিবান মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন, আফগানিস্তানের মাটিকে অন্য কোনও শক্তির সুবিধার জন্য ব্যবহার করতে দেবে না তালিবান। প্রতিবেশী দেশগুলিকে তালিবানের স্পষ্ট বার্তা, ভয়ের কোনও কারণ নেই। কাবুল ও আশেপাশে যতগুলি দেশের দূতাবাস রয়েছে, সেগুলিকেও রক্ষা করার কথা বলেছেন তালিবান মুখপাত্র। তিনি বলেছেন, ‘‘নিজেদের সুরক্ষার বিষয়ে তালিবান স্বাবলম্বী। দেশের ভিতরে থাকা সমস্ত আন্তর্জাতিক প্রতিনিধিদের রক্ষা করা হবে। কোনও বিদেশি শক্তির হস্তক্ষেপ চাই না।’’
ওই সাংবাদিক বৈঠকে মহিলা এবং সংবাদমাধ্যমকে শরিয়তি আইন মেনে কাজ করতে দেওয়া হবে বলে জানিয়েছে তালিবান। যাবিউল্লাহ বলেন, ‘‘তালিবান শাসনে মহিলাদের কাজ করার অধিকার দেওয়া হবে। তাঁরা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে সবই হবে শরিয়তি আইন মেনে।’’