Student's oath

মাধ্যমিক পরীক্ষার্থীদের এ বার নিতে হবে শপথ, থাকবে ১৪ দফার অঙ্গীকার

পরীক্ষার্থীদের নিজেদের স্কুল প্রাঙ্গণেই এই শপথ পাঠ করতে হবে। তবে শিক্ষা মহলের একাংশের মতে, এই শপথ পরীক্ষার দিন নিলে অনেক বেশি সচেতন থাকতে পারত পড়ুয়ারা।

Advertisement

অরুণাভ ঘোষ

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:২১
Share:

নিজস্ব চিত্র।

মাধ্যমিক পরীক্ষার্থীদের চলতি বছর থেকে পড়তে হবে ১৪ দফার শপথ পাঠ। স্কুলে স্কুলে এমনই নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। পরীক্ষার্থীদের কী করা উচিত আর কী নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত বিষয়েই শপথ নিতে হবে।

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ বলেন, ‘‘পরীক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আমরা সব রকম প্রচার বা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এ বছর স্কুলের শিক্ষকরাই পড়ুয়াদের শপথ পাঠ পড়াবেন অ্যাডমিট কার্ড সংগ্রহের সময়। এত দিন সমাজ মাধ্যম, টেস্ট পেপার- এই সবের মধ্যে দিয়ে সচেতনতার পাঠ দেওয়া হত। এ বার সেই পাঠই সরাসরিও দেওয়া হবে।’’

পড়ুয়াদের যে শপথ নিতে হবে সেগুলি হল—

Advertisement

‘পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না।’

‘অভিভাবক নিয়েও যাব না।’

‘পরীক্ষায় ভাল নম্বর অর্জনের জন্য অন্যায় উপায় অবলম্বন করব না।’

‘পরীক্ষা কেন্দ্রে আমি কোনও প্রকার বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাব না।’

এমন মোট ১৪ দফার গাইডলাইন রয়েছে। এ প্রসঙ্গে দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘এই উদ্যোগ সত্যিই খুব ভাল। এর মধ্যে দিয়ে আমরা পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারব।’’

পরীক্ষার্থীদের নিজেদের স্কুল প্রাঙ্গণেই এই শপথ পাঠ নিতে হবে। তবে শিক্ষা মহলের একাংশের মতে, এই শপথ পাঠ পরীক্ষার দিন নিলে অনেক বেশি সচেতন থাকতে পারত পড়ুয়ারা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘এ বছর মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, অ্যাডমিট কার্ড বিলির দিনই পরীক্ষার্থীদের পরীক্ষার সময়ে অবশ্য পালনীয় বিষয়গুলো শপথবাক্য পাঠ করাতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপত্তির কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে সব পরীক্ষার্থী এক দিনেই যে অ্যাডমিট কার্ড নিতে আসবে, তার কোনও গ্যারান্টি নেই। প্রথম পরীক্ষার দিন শুরুতেই এটা করালে ভাল হত।’’

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করা হচ্ছে ৩০ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই অ্যাডমিট কার্ড সংগ্রহের সময়েই স্কুলগুলি পড়ুয়াদের শপথ পাঠ পড়াচ্ছে। নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘‘আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে একসঙ্গে করেছি প্রথমে। তার পরে ১৪ দফার গাইডলাইন তারা একসঙ্গেই স্কুল প্রাঙ্গণে পাঠ করেছে। এর পরেও যদি কোনও পরীক্ষার্থী অসাধু কাজের সঙ্গে লিপ্ত হয়, তার দায় স্কুলের নয়-- সে কথাও উল্লেখ করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement