WB Govt Job Recruitment 2025

রাজ্যের ছ’টি ব্যাঙ্কে ৮৫ জন কর্মী নিয়োগ, জানাল পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন

পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২১,৮৮৩ টাকা থেকে শুরু করে ৫৮,৬৪৪ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১৪
Share:
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। জানানো হয়েছে, রাজ্যের ছ’টি জেলার সমবায় ব্যাঙ্কগুলির জন্য বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে কমিশন। প্রার্থীদের থেকে এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

কমিশনের তরফে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড , হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মালদহ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হবে। ব্যাঙ্কগুলিতে নিয়োগ হবে যথাক্রমে অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র সুপারভাইজ়ার/ জুনিয়র ক্যাশিয়ার/ জুনিয়র লেজার কিপার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২, ক্লারিক্যাল, অ্যাসিস্ট্যান্ট/ সুপারভাইজ়ার/ ক্যাশিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৮৫।

সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২১,৮৮৩ টাকা থেকে শুরু করে ৫৮,৬৪৪ টাকা।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ন্যূনতম ছ’মাসের একটি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement