Taliban Attack

Taliban Attack: ভারতের তৈরি সালমা বাঁধে তালিবান হামলা রুখে দিল আফগান সেনা

২০১৬ সালে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে এই বাঁধ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:০৬
Share:

সালমা বাঁধ। ছবি সৌজন্য টুইটার।

ভারতের তৈরি সালমা বাঁধে তালিবান হামলার ছক ভেস্তে দিল আফগানবাহিনী। মঙ্গলবার রাতে বাঁধে হামলা চালানোর চেষ্টা করতেই আফগানবাহিনীর পাল্টা প্রত্যাঘাতের মুখে পড়ে ঘটনাস্থল ছেড়ে পালায় জঙ্গিরা। এই হামলায় বেশ কয়েক জন জঙ্গি নিহত হয়েছে।

Advertisement

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমন টুইট করে জানান, ‘সালমা বাঁধে তালিবান হামলা ব্যর্থ হয়েছে। আফগান বাহিনীর পাল্টা হামলায় বেশ কয়েক জন জঙ্গির মৃত্যু হয়েছে। গত মাসেই সালমা বাঁধ লক্ষ্য করে পর পর রকেট হামলা চালিয়েছিল তালিবান। কিন্তু সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। ফের হামলা চালানোর চেষ্টা করতেই পাল্টা হামলার মুখে পড়ে ময়দান ছেড়ে পালায় জঙ্গিরা।

আফগানিস্তানের হেরাট প্রদেশে সালমা ভারত-আফগানিস্তানের বন্ধুত্বের নিশান এই বাঁধ। ২০১৬ সালে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে এই বাঁধ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আমেরিকার সেনাবাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করতেই একের পর এক প্রদেশ দখল করছে তালিবানরা। সূত্রের খবর, ইতিমধ্যেই ২২৩টি জেলা চলে গিয়েছে তালিবানদের দখলে।

আফগানিস্তানের হেরাট প্রদেশে সালমা ভারত-আফগানিস্তানের বন্ধুত্বের নিশান এই বাঁধ। ২০১৬ সালে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে এই বাঁধ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement