ধূমপায়ী কর্মচারীরা তাঁদের অফিসের অধূমপায়ী সহকর্মীদের তুলনায় বছরে প্রায় ৬ দিন বাড়তি ‘ছুটি’ পান! প্রতীকী ছবি।
সহকর্মীদের ঈর্ষার নিশানা হওয়ার বিড়ম্বনা নেই। নেই বসের ‘নজরে’ পড়ার বিপদ। শুধু অভ্যাসটুকু চালিয়ে গেলেই বছরে প্রায় এক সপ্তাহের ‘ছুটি’ পাকা। কর্তৃপক্ষের বিনা অনুমতিতেই!
আমেরিকায় সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, ধূমপায়ী কর্মচারীরা তাঁদের অফিসের অধূমপায়ী সহকর্মীদের তুলনায় বছরে প্রায় ৬ দিন বাড়তি ‘ছুটি’ পান। আসলে প্রতি দিন কাজের ফাঁকে বার কয়েকের ধূমপান বিরতি সেই ‘ছুটি’র সুযোগ দেয় তাঁদের।
আমেরিকার সমীক্ষা সংস্থা ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’-এর রিপোর্ট বলছে, সে দেশের অন্তত ৫২ শতাংশ ধূমপায়ী কর্মী এই ছুটি পান। সমীক্ষা বলছে, দিনে বারকতক কাজের জায়গা থেকে উঠে ধূমপান করতে যান তাঁরা। এর জন্য দৈনিক গড়ে ২০ মিনিট সময় লাগে। বছরের হিসাবে তা দাঁড়ায় ৪০ ঘণ্টায়। অর্থাৎ মোট ৬টি কাজের দিন!