—প্রতীকী ছবি
বাহামাস থেকে ২০ জন যাত্রী নিয়ে আমেরিকার ফ্লরিডার দিকে রওনা দিয়েছিল একটি নৌকা। কিন্তু সেটির আর খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় ৭২ ঘণ্টা তল্লাশি অভিযানের পরেও অনুসন্ধানকারী দল ওই জলযানটির কোনও সন্ধান দিতে পারেনি। ফলে নৌকাটি উদ্ধারের ব্যাপারে হাল ছেড়েই দিয়েছে বাহামাস ও আমেরিকার প্রশাসন।
বিমিনি দ্বীপ থেকে জনা বিশেক যাত্রী নিয়ে ওই নৌকাটি গত সোমবার রওনা দিয়েছিল। পৌঁছনোর কথা ছিল আমেরিকার ফ্লরিডার লেক ওয়ার্থে। বিমিনি ও লেক ওয়ার্থের মধ্যে দূরত্ব ১৩০ কিলোমিটার। গত মঙ্গলবার আমেরিকার উপকূল রক্ষীবাহিনী জানায়, ওই নৌকাটি গন্তব্যে পৌঁছয়নি। এর পরেই নড়েচড়ে বসে উভয় দেশের প্রশাসন। জলযানটির খোঁজে দুই দেশ যৌথ অভিযান শুরু করে। আমেরিকার উপকূল রক্ষীবাহিনীর তরফে জানানো হয়েছে, গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নৌকাটির খোঁজে অভিযান চালায় নৌবাহিনী। কাজে লাগানো হয়েছিল কয়েকটি হেলিকপ্টারকেও। কিন্তু নৌকাটির সন্ধান পাওয়া যায়নি। নৌকাটির ভগ্নাবশেষ অথবা যাত্রীদের বা তাঁদের কোনও জিনিসপত্রও জলে ভাসতে দেখা যায়নি।