Power Cut

প্রবল ঝড়ের তাণ্ডব, ক্যালিফোর্নিয়ায় কমপক্ষে ৬০,০০০ বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান বিদ্যুৎহীন

ঝড়ে বুধবার ১০,০০০-এর ও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় জল জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ০০:২৭
Share:

বুধবার, ঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায় আমোরিকার ক্যালিফোর্নিয়া শহরে। ছবি: সংগৃহীত।

ঝড়ের ২ দিন হয়ে গিয়েছে, তবু ৬০ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গত বুধবার, প্রশান্ত মহাসাগরে এক নিম্নচাপ তৈরি হয়। যার ফলে ঝড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে প্রবল তুষারপাত হয় আমোরিকার ক্যালিফোর্নিয়া শহরে। এর ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যালিফোর্নিয়া।

Advertisement

ঝড়ে বুধবার ১০,০০০-এর ও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় জল জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

তবে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) জানিয়েছে, ইতিমধ্যে তারা ৪ লক্ষ গ্রাহককে বিদ্যুৎপরিষেবা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও ৫৫,০০০ গ্রাহককে বিদ্যুৎপরিষেবা দেওয়া বাকি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement