pakistan

Marriage: ‘মেরে সামনেওয়ালি খিড়কি মে’, পড়শির গানে মুগ্ধ হয়ে আঠারোর তরুণীকে বিয়ে পঞ্চান্নর ফারুকের

এক দিন সটান হাজির হয়েছিলেন পড়শির বাড়িতে। গিয়ে দেখেন অল্পবয়সি একটি মেয়ে গান গাইছে। বছর ১৮। নাম মুসকান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৪:৫৫
Share:

পঞ্চান্নের ফারুক এবং আঠারোর মুসকান।

সুরেলা কণ্ঠে গান ভেসে আসত তাঁর কানে। প্রায় দিনই সেই গান শুনতে পেতেন তিনি। এত সুন্দর গানের গলা কার, ক্রমেই কৌতূহল বাড়ছিল ৫৫ বছরের ফারুক আহমেদের মধ্যে। এক দিন তিনি লক্ষ করেন, ওই সুরেলা আওয়াজ ভেসে আসছে তাঁর পড়শির বাড়ি থেকেই!

Advertisement

এক দিন সটান হাজির হয়েছিলেন পড়শির বাড়িতে। গিয়ে দেখেন অল্পবয়সি একটি মেয়ে গান গাইছে। বছর ১৮। নাম মুসকান। তার পর থেকে প্রায়ই মুসকানদের বাড়িতে যাতায়াত শুরু করেছিলেন তাঁর গানের টানে। বাড়িতে ঘন ঘন আসা শুরু করতেই ফারুককে উদ্দেশ করে মুসকান গান করা শুরু করেন, ‘না মিলো হামসে জাদা’। গানটি ছিল ববি দেওল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ‘বাদল’ ছবির।

কিন্তু তার পরেও ফারুক যাওয়া বন্ধ করেননি। এই সময়ে দু’জনের মধ্যে গোপনে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কেন ফারুক এত ঘন ঘন আসছেন, সন্দেহ হওয়াতে মুসকানের পরিবারের লোকেরা তাঁকে চেপে ধরেন। শেষেমেশ ফারুক স্বীকার করেন যে, মুসকানকে তিনি ভালবাসেন। তাঁকে বিয়ে করতে চান।

Advertisement

তাঁদের এই সম্পর্কে তীব্র আপত্তি জানায় মুসকানের পরিবার। কিন্তু দু’জনেই বেঁকে বসেন। শেষমেশ পরিবারের অমত সত্ত্বেও মুসকানকে বিয়ে করেন ফারুক। তিনি জানিয়েছেন, এই সম্পর্ক অনেকেই মানছেন না। কিন্তু এর জন্য যদি প্রাণ যায়, তার জন্যও আমরা প্রস্তুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement