Ravi Kishan

সাফল্য পেতে সহজ পথের হাতছানি! বলিউডে কী ভাবে নিজেকে রক্ষা করেছিলেন রবি কিষণ?

“তরুণ বয়সে আমি একাধিক বার এই ধরনের আক্রমণের মুখোমুখি হয়েছি। ছিমছাম চেহারা, লম্বা চুল তখন আমার। তার উপর আমি কানে ছোট্ট দুল পরতাম”, বললেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৪০
Share:

কোন ফাঁদে পড়েছিলেন রবি কিষণ? ছবি: সংগৃহীত।

বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ নয়। তার জন্য প্রয়োজন প্রচুর কসরতের। শুধু মেধা আর চেহারাই যথেষ্ট নয়। অধিকাংশ ক্ষেত্রেই ‘কাস্টিং কাউচ’-এর কবলে পড়তে হয় নবাগতদের। বাদ যাননি ভোজপুরী অভিনেতা রবি কিষণও। তারুণ্য ও সুন্দর চেহারা রয়েছে, সব দিক উপযুক্ত হলেও অর্থের প্রাচুর্য না থাকলে মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। অভিনয় দুনিয়ায় পা রেখেও সে রকমই উপলব্ধি করেন রবি।

Advertisement

যদিও তিনি এ-ও জানিয়েছেন, শুধু সিনেদুনিয়ায় নয়, যে কোনও পেশায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। অভিনেতার কথায়, “অল্প বয়সে আমি একাধিক বার এই ধরনের আক্রমণের মুখোমুখি হয়েছি। ছিমছাম চেহারা, লম্বা চুল তখন আমার। তার উপর আমি কানে ছোট্ট দুল পরতাম।”

নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে নবাগতদের সতর্কবার্তা দিলেন অভিনেতা। রবি বলেন, “সকলের উদ্দেশে আমার একটাই পরামর্শ, সহজ পথে কখনও সাফল্য পাওয়া যায় না। আমি অনেককে এই রাস্তা অবলম্বন করতে দেখেছি। কিন্তু তার পরেই তাঁদের আক্ষেপ করতে হয়েছে সেই সিদ্ধান্তের জন্য”।

Advertisement

রবি আরও জানান, তাঁদের মধ্যে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েন অথবা আত্মহননের পথ বেছে নেন। তাঁর কথায়, “কেউ এ ভাবে তারকা হতে পারেনি। ধৈর্য রাখতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। নব্বইয়ের দশকে আমার বন্ধু অক্ষয় কুমার, অজয় দেবগন তারকা হয়ে ওঠেন। কিন্তু আমি আমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement