brothel

Brothel: কোভিডের টিকা নিলে বিনামূল্যে আধঘণ্টা যৌনপল্লীতে কাটানোর সুযোগ!

সম্প্রতি অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, কোভিডের দু’টি টিকা নেওয়া না থাকলে রেস্তরাঁ, হোটেল বা বড় কোনও অনুষ্ঠানে যেতে পারবেন না কেউ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৭:২৮
Share:

অভিনব সমাধান নিয়ে এল ভিয়েনা শহরের একটি যৌনপল্লী ছবি: রয়টার্স

টিকাকরণ নিয়ে কড়া নীতি নিয়েছে সরকার। কিন্তু এখনও সচেতনতার অভাব নাগরিকদের মধ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশে টিকাকরণের গতি বাড়াতে অভিনব সমাধান নিয়ে এল ভিয়েনা শহরের একটি যৌনপল্লী।

অস্ট্রিয়ার ফান পালাস্ট যৌনপল্লীতে চালু হয়েছে নতুন নিয়ম। তা হল, কোনও গ্রাহক যৌনপল্লীতে খোলা টিকা শিবির থেকে টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে আধ ঘণ্টা সময় কাটানোর সুযোগ পাবেন তিনি। বিনামূল্যে।

Advertisement

কিন্তু কেন এই নিয়ম চালু করতে হল?

সম্প্রতি অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, কোভিডের দু’টি টিকা নেওয়া না থাকলে রেস্তরাঁ, হোটেল বা বড় কোনও অনুষ্ঠানে যেতে পারবেন না কেউ। এর পরও জনসাধারণের মধ্যে টিকাগ্রহণ নিয়ে সচেতনতা না বাড়ায় যৌনপল্লীতে গ্রাহক সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে বলে জানাচ্ছেন ফান পালাস্টেরই এক কর্মী।

Advertisement

আর এক কর্মী জানান, ‘‘আমরা যৌনপল্লীতে একটি টিকাশিবির খুলেছি। আশা করছি আমাদের এই নতুন উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে আর আমাদের রোজগারও বাড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement