Narendra Modi

News of the day: আমেরিকা সফরে মোদী, শুভেন্দু-মুকুল শুনানি বিধানসভায়, আজ আর কী কী নজরে

বৃহস্পতিবারও ফের ভবানীপুর আসনে উপনির্বাচনের প্রচারে নামছেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রীর জোড়া সভা করার কথা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার পথে পাড়ি দিয়েছেন বুধবার রাতেই। সেখানে পৌঁছেও গিয়েছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তৃতা-সহ তিন দিনের আমেরিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। আজ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সেখানে ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হতে পারে দুই নেতার। এ ছাড়া আজ ফার্স্ট সোলার, অ্যাডব, ব্ল্যাকস্টোন, কোয়ালামের মতো আমেরিকার কয়েকটি নামী সংস্থার সিইও-র সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। আগামী কাল, শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন মোদী। ওই দিনই কোয়াড দেশগুলির নেতাদের সঙ্গেও তাঁর দীর্ঘ বৈঠক করার কথা। ফলে সব মিলিয়ে আজ থেকেই নজর থাকবে মোদীর বিদেশ সফরের দিকে।

Advertisement

বুধবারের পর বৃহস্পতিবারও ফের ভবানীপুর আসনে উপনির্বাচনের প্রচারে নামছেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর জোড়া সভা করার কথা রয়েছে। বিকেল ৪টে নাগাদ প্রথম সভাটি হওয়ার কথা ৭০ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া যদুবাবুর বাজারেও একটি সভা করতে পারেন। মমতার হয়ে সকাল ৯টায় থেকে ওই কেন্দ্রে তিনটি প্রচার কর্মসূচি রয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমের। আবার বিজেপিপ্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে আজকেও প্রচারে দেখা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ ছাড়া বিকেল ৫টা নাগাদ অহিন্দ্র মঞ্চে সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী ও বিজেপি-র মুখপাত্র সম্বিত পাত্রের। সকাল সাড়ে ১০টায় প্রচার নামার কথা বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাসেরও। ফলে আজও নজর থাকবে ভবানীপুর আসনের ভোট প্রচারের দিকে।

আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় জোড়া মামলার শুনানি রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের শুনানি করতে পারেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। এ ছাড়া মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনের শুনানিও রয়েছে। বিধানসভায় ওই দু’টি মামলার শুনানিতে দেখা যেতে পারে শুভেন্দু ও মুকুলকে। ফলে বিধানসভায় কী হয় সে দিকেও নজর থাকবে। এ ছাড়া আজ নজর থাকবে আইপিএল ম্যাচের দিকেও। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে মুম্বই ও কলকাতার ম্যাচ। নাইটদের কাছে বরাবরই ত্রাসের কারণ হয়ে ওঠেন রোহিত শর্মারা। আজ তা কাটাতে পারে কি না কলকাতা নাইট রাইডার্স তা-ও নজরে থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement