মেক্সিকোয় নিহত ১৪

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে কোয়াউইলা প্রদেশের ভিলা উইনিয়ন শহরে হানা দেয় পাচারকারী দলটি। তিন হাজার বাসিন্দার ছোট শহরটিতে ট্রাকের কনভয় নিয়ে ঢুকে পড়ে সশস্ত্র পাচারকারীরা। প্রথমেই সরকারি দফতরগুলিতে হানা দেয় তারা।

Advertisement

মেক্সিকো সিটি

সংবাদসংস্থা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ০২:৫৮
Share:

গুলির খোল পড়ে আছে মেক্সিকোর ভিলা ইউনিয়নে।

মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে মার্কিন সীমান্ত লাগোয়া মেক্সিকোর ভিলা ইউনিয়নে মৃত্যু হয়েছে ১৪ জনের। নিহতদের ৪ জন পুলিশ। বাকিরা পাচারচক্রের সদস্য।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে কোয়াউইলা প্রদেশের ভিলা উইনিয়ন শহরে হানা দেয় পাচারকারী দলটি। তিন হাজার বাসিন্দার ছোট শহরটিতে ট্রাকের কনভয় নিয়ে ঢুকে পড়ে সশস্ত্র পাচারকারীরা। প্রথমেই সরকারি দফতরগুলিতে হানা দেয় তারা। প্রায় এক ঘণ্টার ধরে দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১০ মাদক পাচারকারীর। ৪ পুলিশকর্মীও প্রাণ হারান সংঘর্ষে। সেই সময়ের অফিসের ভিতরে থাকা অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ এক শিশুও। কোয়াউইলার গভর্নর জানিয়েছেন, হামলার ব্যবহৃত ১৪টি ট্রাককে চিহ্নিত করেছে পুলিশ। প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হামলাকারীরা মেক্সিকোর উত্তর-পূর্বের কোনও মাদক পাচার চক্রের সদস্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement